নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ১২:২২। ২০ অক্টোবর, ২০২৫।

পাকিস্তানের হামলার প্রতিবাদে লাহোরের নাম মুছে দিলেন রশিদ

অক্টোবর ১৯, ২০২৫ ১০:১৬
Link Copied!

অনলাইন ডেস্ক : পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের তিন ক্রিকেটারের মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ রশিদ খান। পাকিস্তানের এমন কাণ্ডের কড়া সমালোচনাও করেছেন তিনি। এবার নিজের এক্স প্রোফাইল থেকে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের নাম মুছে ফেলেছেন এই অলরাউন্ডার।

আইপিএলসহ বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগে খেলেন রশিদ। পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগের দল লাহোরের হয়েও খেলেন তিনি। সেই দলের নাম নিজের ‘এক্স’ অ্যাকাউন্ট থেকে মুছে দিয়েছেন এই অলরাউন্ডার।

এর আগে রশিদ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, ‘পাকিস্তানের হামলায় আফগানিস্তানের নাগরিকদের মৃত্যুতে আমি গভীর ভাবে শোকাহত। এই হামলায় অনেক নারী, শিশুর প্রাণ গেছে। প্রাণ গেছে তরুণ ক্রিকেটারদের, যারা একদিন আন্তর্জাতিক মঞ্চে খেলার স্বপ্ন দেখেছিলেন। এভাবে বেসামরিক অবকাঠামোয় হামলা বর্বরোচিত এবং অনৈতিক। এই ধরনের কাজ মানবাধিকার লঙ্ঘন করে, একে এড়িয়ে যাওয়া উচিত নয়।’

পাকিস্তানের হামলার প্রতিবাদে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) নভেম্বরের ত্রিদেশীয় সিরিজ থেকে নাম সরিয়ে নিয়েছে। বোর্ডের সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছেন আফগানিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক। রশিদ লেখেন, ‘এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু হয়েছে। আমি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। এই কঠিন সময়ে আমি আমাদের দেশের মানুষের পাশে দাঁড়াচ্ছি। দেশের মর্যাদা সবার আগে।’

গত এক সপ্তাহ ধরে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সংঘর্ষ চলছে। গত বুধবার ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছিল দুই দেশ। তার মেয়াদ শেষ হয়েছে শুক্রবার। তার পর শুক্রবার রাতেই আফগানিস্তানের পাকতিকা প্রদেশে আকাশপথে হামলা চালায় পাকিস্তান। তাতে তিন জন ক্রিকেটারসহ মোট আট জনের মৃত্যু হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।