নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ১১:৪৮। ১৯ অক্টোবর, ২০২৫।

পাবনায় সেন্ট্রাল হাসপাতালে নারী রোগীকে যৌন হয়রানি, গ্রেপ্তার ৩

অক্টোবর ১৯, ২০২৫ ৯:০২
Link Copied!

পাবনা প্রতিনিধি : পাবনা শহরের একটি বেসরকারি হাসপাতালে নারী রোগীকে যৌন হয়রানির অভিযোগে হাসপাতালের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে পাবনা শহরের সেন্ট্রাল হাসপাতাল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে, শনিবার (১৮ অক্টোবর) মধ্যরাতে ওই হাসপাতালে ঘটনাটি ঘটে।

গ্রেপ্তারকৃত তিনজন হলেন, পাবনা সদর উপজেলার গাছপাড়া এলাকার আবুল হোসেন (৩০), ভাঙ্গুড়া উপজেলার আব্দুল্লাহ আল মামুন (২৪) এবং পাবনা পৌর সদরের চক পৈলানপুর এলাকার মোত্তাকিন বিশ্বাস (৩৭)।

লিখিত অভিযোগে জানা যায়, শনিবার রাতে পাবনা সদর হাসপাতাল সংলগ্ন সেন্ট্রাল হাসপাতালে এক নারী রোগীর সিজারিয়ান অপারেশন হয়। অপারেশন শেষে তাকে ওয়ার্ডে নেওয়ার সময় হাসপাতালের এক কর্মী তাকে যৌন হয়রানি করেন বলে রোগী তার স্বজনদের কাছে অভিযোগ করেন।

এ ঘটনায় ভুক্তভোগীর স্বজনরা প্রতিবাদ করলে প্রথমে তাদের সঙ্গে হাসপাতাল কর্মীদের বাগবিতণ্ডা হয়। এ সময় ভুক্তভোগীর এক স্বজন ও পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ছাত্র রেদোয়ান আহমেদ শুভ কর্মচারীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পরে বহিরাগতরা হাসপাতাল কর্মীদের পক্ষে যোগ দিলে কলেজের ছাত্রদের সঙ্গে হাতাহাতি শুরু হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এডওয়ার্ড কলেজের আরও শিক্ষার্থীরা হাসপাতালে এসে অতর্কিতে হামলা চালায় এবং ভাঙচুর ও বিশৃঙ্খলার সৃষ্টি করে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনার পর জেলা প্রশাসক ও সিভিল সার্জনের নির্দেশনায় হাসপাতালের সকল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ভুক্তভোগী নারীর স্বামী মোমিন সরদার রোববার সকালে থানায় মামলা করেন। পরে আটক তিন কর্মীকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পাবনার সিভিল সার্জন ডা. শহিদুল্লাহ দেওয়ান বলেন, পাবনা শহরের সেন্ট্রাল হাসপাতালে রোগীকে যৌন হয়রানির অভিযোগে হাসপাতালের কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। কোন রোগীকে ভর্তি করতে পারবে না। ভর্তিকৃত রোগীকে রিলিজ দিয়ে হাসপাতাল ফাঁকা করতে বলেছি। আগামীকাল তদন্ত টিম ঘটনাস্থলে প্রকৃত ঘটনা তদন্ত করতে যাবে। এরপর রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে হবে।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।