নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। সকাল ৭:৫৪। ১১ নভেম্বর, ২০২৫।

পুকুরে বিষ দিয়ে ২৫ লাখ টাকার মাছ নিধন

আগস্ট ২৪, ২০২৩ ৭:৩০
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পুকুরে বিষ দিয়ে ২৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। বুধবার রাতে পুরাবাড়ি এলাকার মাছ চাষি বেলাল উদ্দিনের দুটি পুকুরে বিষ দেওয়া হয়।

পুকুর মালিক বেলাল উদ্দিন বলেন, ‘আজ বৃহস্পতিবার সকালে পুকুরে মাছগুলো মরে ভেসে উঠতে দেখে পুকুর পাহারাদার ও স্থানীয়রা আমাকে খবর দেয়। পরে পুকুরে এসে পুলিশকে বিষয়টি জানায়। এ সময় পুকুরের পাশ থেকে কীটনাশকের বোতল উদ্ধার করা হয়।’

বেলাল উদ্দিনের দাবি, পুকুরে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের মাছ ছিল। এ ঘটনায় তিনি আজ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের বজরাটেক গ্রামের মশিউর রহমান মাসুদ পুকুরে বিষ দিয়ে তাঁর ১৫ বিঘার দুটি জলকরের সব মাছ মেরে ফেলেছে।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত মাছ চাষি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।