নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ১০:৩২। ১৭ জানুয়ারি, ২০২৬।

পুঠিয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও শিক্ষক পুনর্মিলনী

জানুয়ারি ১৭, ২০২৬ ৮:৩৬
Link Copied!

স্টাফ রিপোর্টার, পুঠিয়া : পুঠিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্দ্যোগে আবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও শিক্ষক পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারী) দুপুর ১২টায় পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পুঠিয়া শাখার উদ্দ্যোগে বিদায় ও শিক্ষক পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পুঠিয়া উপজেলা শাখার আহবায়ক আজিজুর রহমান।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ছড়ার উৎসবে সংবর্ধনা পেলেন ২২ গুণিজন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দায়িত্ব পালন করেন, পুঠিয়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শাহীনুর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির রাজশাহী জেলার শাখার আহবায়ক সাইফুল ইসলাম, পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আসাদুল ইসলাম আসাদ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রথমিক শিক্ষক সমিতির পুঠিয়া উপজেলা শাখার সদস্য সচিব আব্দুল হালিম বিশ্বাস (সবুজ)।

আরও পড়ুনঃ  ছেলের সঙ্গে খুনসুটিতে মাতলেন পরীমণি

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুঠিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর তমা চৌধুরী, পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মিন্টু, বানেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, বানেশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেয়া আক্তার, মোহনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিছুর রহমান, আমঘোষ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী, ঘুটিপাড়া সরকরী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমীর কুমার।

আরও পড়ুনঃ  থাইল্যান্ডে ট্রেনের ওপর ক্রেন পড়ে কমপক্ষে ২২ জন নিহত

অনুষ্ঠানে সম্প্রতি অবসর প্রাপ্ত ৬জন প্রধান শিক্ষক ও ৫জন সহকারী শিক্ষকসহ মোট ১১ জনকে বিদায় সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলার সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দরা।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।