নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ১১:১১। ২৯ অক্টোবর, ২০২৫।

প্রজ্ঞাপন অনুযায়ী মজুরি দেয় না রাসিক, ছয় দফা দাবিতে শ্রমিকদের কর্মবিরতি

অক্টোবর ২৯, ২০২৫ ৮:১৪
Link Copied!

স্টাফ রিপোর্টার : সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী দৈনিক ৭৫০ টাকা হারে ২২ হাজার ৫০০ টাকা বেতনসহ ছয় দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রায় আড়াই হাজার দৈনিক মজুরিভিত্তিক শ্রমিক।

বুধবার সকালে তারা কর্মবিরতি শুরু করে নগর ভবনের প্রধান ফটক বন্ধ করে দেয়। একই সঙ্গে ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভে অংশ নেয় শ্রমিকরা। এতে কর্মকর্তারা কেউই নগর ভবনে প্রবেশ করতে পারেননি। ফলে সিটি করপোরেশনের প্রশাসনিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ে। প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকায় সেবা নিতে এসে সাধারণ নাগরিকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা সরকারি প্রজ্ঞাপনের নির্ধারিত মজুরি অনুযায়ী বেতন পাচ্ছেন না। তাদের দৈনিক ৪৮০ টাকা হারে বেতন দেওয়া হয়। কিন্তু প্রায় পাঁচ মাস আগে ৭৫০ টাকা হারে বেতন দেওয়ার জন্য সরকারি প্রজ্ঞাপন জারি হয়। এছাড়া চাকরির স্থায়ী না হওয়ায় সব সময় চাকরি হারানোর আশঙ্কায় থাকেন তারা। তাই বারবার দাবি জানিয়েও কোনো পদক্ষেপ না নেওয়ায় অবশেষে কর্মবিরতির পথ বেছে নিতে বাধ্য হয়েছেন।

দুপুর ১টার দিকে পুলিশ পাহারায় প্রধান প্রকৌশলী ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা নগর ভবনে প্রবেশ করে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেন। তবে শ্রমিকরা জানায়, তাদের ছয় দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি অব্যাহত রাখবে।

শ্রমিকদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে- দৈনিক মজুরির কর্মচারিদের চাকরি স্থায়ী করা, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী বেতন প্রদান, সব উৎসব ভাতা দেওয়া, প্রতি মাসের ৩ তারিখের মধ্যে বেতন প্রদান, চাকরিচ্যুতির হুমকি বন্ধ করা এবং অবসরের সময় বিদায় সম্মান প্রদানের ব্যবস্থা করা।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।