নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ৩:২৬। ১৪ মে, ২০২৫।

প্রথমবার কান উৎসবে আনুশকা, সঙ্গে থাকবেন অস্কারজয়ী এই অভিনেত্রী

মে ৫, ২০২৩ ১১:০৫ অপরাহ্ণ
Link Copied!

চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত হয়েছেন ভারতীয় অভিনেত্রী ও প্রযোজক আনুশকা শর্মা। উৎসবের ‘ওমেন ইন ফিল্ম’ বিভাগে আমন্ত্রণ পেয়েছেন তিনি। খবর বলিউড হাঙ্গামার।

কান উৎসবে আনুশকাকে আমন্ত্রণের কথা সামাজিক যোগাযোগমাধ্যম জানিয়েছেন ভারতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ইমানুয়েল লেনাইন। আনুশকা ও তাঁর স্বামী ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে একটি ছবি পোস্ট করে খবরটি দেন তিনি। টুইটারে রাষ্ট্রদূত লিখেছেন, ‘বিরাট কোহলি ও আনুশকা শর্মার সঙ্গে দেখা হওয়াটা আনন্দের। আসন্ন সফরে টিম ইন্ডিয়ার জন্য শুভকামনা। আনুশকার সঙ্গে তাঁর কান উৎসবে ভ্রমণ নিয়েও কথা হয়েছে।’

আগামী ১৬ মে থেকে শুরু হয়ে ২৭ মে পর্যন্ত চলবে ৭৬তম কান উৎসব। মর্যাদাপূর্ণ এ চলচ্চিত্র উৎসবে এটিই হতে যাচ্ছে আনুশকা শর্মার প্রথম উপস্থিতি।

আরও পড়ুনঃ  শ্বশুরবাড়িতে গিয়ে প্রতিবেশীকে দেখে চমকে গেলেন ঋতাভরী!

জানা গেছে, ‘ওমেন ইন ফিল্ম’ বিভাগে আনুশকার সঙ্গে আমন্ত্রণ পেয়েছেন অস্কারজয়ী ব্রিটিশ অভিনেত্রী কেট উইন্সলেট।

আগামী ১৬ মে থেকে শুরু হয়ে ২৭ মে পর্যন্ত চলবে ৭৬তম কান উৎসব। মর্যাদাপূর্ণ এ চলচ্চিত্র উৎসবে এটিই হতে যাচ্ছে আনুশকা শর্মার প্রথম উপস্থিতি।

আরও পড়ুনঃ  বলিউডে অভিষেকের গুঞ্জন, যা বললেন শচীনকন্যা

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।