নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। সকাল ১১:৫৩। ১২ অক্টোবর, ২০২৫।

প্রথমবার বিসিবির দায়িত্ব পেয়ে যা বললেন পাইলট-তানিম

অক্টোবর ৭, ২০২৫ ১০:৪৬
Link Copied!

অনলাইন ডেস্ক : বিসিবির নতুন পরিচালনা পর্ষদ গঠন হয়েছে গতকাল। আজ মঙ্গলবার বিভিন্ন কমিটির দায়িত্ব পরিচালকদের মাঝে ভাগ করে দেওয়া হয়েছে। প্রথমবারের মতো বিসিবি পরিচালক হয়েছেন খালেদ মাসুদ পাইলট এবং শাহনিয়ান তানিম।

সংবাদ সম্মেলনে তানিম কথা বলেছেন বিপিএল নিয়ে, ‘আজকে বিপিএল গভর্নিং কাউন্সিলে মিঠু ভাইদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি এই দায়িত্বে মোটেও ইন্টারেস্টেড না কারণ রংপুর রাইডার্স ইজ মাই বেবি। তাই আমি যত বড়ই হয়ে যাই না কেন রংপুর রাইডার্সকে কোনো সময় মন থেকে সরিয়ে দিতে পারবো না।’

আরও পড়ুনঃ  মৈত্রী শিল্পকে একটি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই : উপদেষ্টা শারমীন এস মুরশিদ

নিজের সীমাবদ্ধতার কথা জানিয়ে তিনি আরো বলেন, ‘আমি আমার সীমাবদ্ধতা জানি—বোর্ড পরিচালক হিসেবে আমি কতটুকু অবদান রাখতে পারব, তা আমার জানা আছে। তবে রংপুর রাইডার্সের জন্য আমার অবদানও সমান থাকবে, কারণ আমাকে বোর্ডের দায়িত্বও পালন করতে হবে।’

রংপুরের সঙ্গে যুক্ত থাকার ইচ্ছের কথা জানিয়ে এই বিসিবি পরিচালক বলেন, ‘হয়তো আগের মতো সব দিক থেকে এতটা সম্পৃক্ত থাকতে পারব না, কিন্তু অবশ্যই যুক্ত থাকব—দলের গঠন, সিদ্ধান্ত গ্রহণ—এসব বিষয়ে আমি থাকব সম্পৃক্ত। তবে আমি নিশ্চিতভাবে জানি, বোর্ড পরিচালক হিসেবে আমি কতটুকু করতে পারব, তার সীমা আমার জানা আছে।’

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ

নিজের অভিজ্ঞতা নিয়ে আরেক পরিচালক খালেদ মাসুদ পাইলট বলেছেন, ‘প্রথম বোর্ড সভায় থাকাটা একটা ভিন্ন অভিজ্ঞতা। অভিজ্ঞ যারা আছেন, তাদের কথা শুনেছি, কিছু শেখার চেষ্টা করেছি। তবে আমি মনে করি, এই চেয়ার শুধু একটা অলংকার হবে না। এটা একটা কাজের চেয়ার হবে।’

আরও পড়ুনঃ  ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিএনপি মহাসচিব

তিনি আরও বলেন, ‘প্রথম দিন আমাদের ভালো একটা মিটিং হয়েছে। আশা করি, এ রকমই সুন্দর ও ইতিবাচক সভা হবে ভবিষ্যতেও। ইনশা আল্লাহ, আমরা সুন্দরভাবে ভালো ভালো কাজ করব। আপনারা জানেন, আমি মাঠপর্যায়ে কাজ করে এসেছি। তবে আমি মনে করি, আমাদের ক্রিকেটটা যে পরিমাণ জনপ্রিয় করা যেত, সেই জায়গায় আমরা এখনো পৌঁছাইনি।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।