
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, আগস্ট মাস বাঙালি জাতির জন্য শোকের মাস, দুঃখের মাস। আগস্ট মাস আসলেই পাকিস্তানের সাথে যাদের নিবিড় সম্পর্ক, যারা দেশকে মুক্তিযুদ্ধের চেতনার বাইরে একটা সাম্প্রদায়িক দেশে পরিণত করতে চায়, যারা দেশের স্বাধীনতাকে মন থেকে মেনে নিতে পারেনি, জাতির পিতা বঙ্গবন্ধুকে মানে না, সেই বিএনপি-জামায়াত চক্র চক্রান্তের জাল বিস্তার করে। তারা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চেয়েছে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে বারবার বাধা দিয়েছে, তাদের সেই অপচেষ্টা সফল হয়নি। জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্টের শহীদদের স্মরণে বৃহষ্পতিবার (২৪ আগসট) বিকেলে নগরীর কোর্ট স্টেশন চত্বওে রাজপাড়া থানা আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা...
Developed by BDITHOST