স্টাফ রিপোর্টার : প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষার জন্য সহকারী শিক্ষকের পদ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১টার দিকে শহরের সাহেববাজার জিরোপয়েন্টে এই কর্মসূচি শুরু হয়। রাজশাহীর বিভিন্ন শারীরিক শিক্ষা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা এতে অংশ নেন।
শহীদ জিয়াউর রহমান শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষকরা বক্তব্য রাখেন।
অধ্যক্ষ বিপ্লব বলেন, “শিক্ষার্থীদের শারীরিক চর্চার পাশাপাশি সঙ্গীত শিক্ষার প্রয়োজনও সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক ও সঙ্গীত সহকারী শিক্ষকের পদ দ্রুত পুনর্বহাল করতে হবে।”
তিনি আরও বলেন, প্রজ্ঞাপন জারি হওয়া পর্যন্ত তারা কিছুদিন অপেক্ষা করবেন। এর মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্বারকলিপি প্রদান করা হবে।
অধ্যক্ষ বিপ্লব সতর্ক করে বলেন, যদি পদগুলো দ্রুত পুনর্বহাল না করা হয়, তবে তারা সারাদেশে বৃহৎ আন্দোলনের ডাক দেবেন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করার মতো কর্মসূচি গ্রহণ করবেন।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরোপয়েন্টে এসে শেষ হয়।
শিক্ষক ও শিক্ষার্থীরা নানা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে স্লোগান দেন।
মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীর সামগ্রিক উন্নয়নে শারীরিক শিক্ষার গুরুত্ব অপরিহার্য। শারীরিক ও সঙ্গীত শিক্ষকের পদ বাতিল করা হলে প্রাথমিক শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হবে। তারা আশা প্রকাশ করেন, শিক্ষা প্রশাসন ও মন্ত্রণালয় দ্রুত তাদের দাবি বিবেচনা করে পদগুলো পুনর্বহাল করবে।

