নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ১১:৫১। ৩ নভেম্বর, ২০২৫।

বড়াল নদে গোসলে নেমে পানিতে ডুবে দুই বন্ধুর মৃত্যু

নভেম্বর ৩, ২০২৫ ৮:৩১
Link Copied!

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে বড়াল নদের পানিতে ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা দেড়টার দিকে বড়ালের নদের উৎসমুখের পাশে বন্ধুরা মিলে গোসল করতে গেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পানিতে ডুবে মারা যাওয়া দুই বন্ধুর মধ্যে রিহান ইসলাম (১৭) উপজেলার থানাপাড়া গ্রামের ইসরাফিল ইসলামের ছেলে এবং মাহিদ হোসেন (১৭) একই এলাকার সাজ্জাদ হোসেনের ছেলে। দুজনেই এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিলেন এবং এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রিহান ও মাহিদ দিনের বেশিরভাগ সময়ই একসাথে থাকতেন। দুজনের বন্ধুত্ব দেখে অনেকেই মানিকজোড় বলে ডাকতেন। প্রতিদিনের মত সোমবারও তারা কয়েকজন বন্ধু গোসলের আগে নদীর পাড়ে ফুটবল খেলে বড়াল নদে গোসল করতে নেমেছিল। বড়াল নদ এখন পানি শুকিয়ে হাঁটু পানিতে পরিনত হলেও কিছু জায়গায় পানির গভীরতা অনেক বেশি।

দুজনের মধ্যে মাহিদ সাঁতার জানলেও রিহান জানতো না। বড়ালের এক পাশ থেকে আরেক পাশে যাবার সময় রিহান ডুবে যাবার উপক্রম হলে মাহিদ উদ্ধার করতে গেলে সেও ডুবে যায়। সাথে থাকা অন্য বন্ধুরা আসতে আসতে তারা তলিয়ে যায়। পরে স্থানীয়রা এসে উদ্ধার কাজ শুরু করে। আড়াইঘন্টা পর স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রচেষ্টায় দুজনকে উদ্ধার করে চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সরেজমিন গেলে বড়াল নদের পাড় জুড়ে স্থানীয়দের আহাজারি ও দোয়া করতে দেখা গেছে। তবে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দেরিতে আসায় স্থানীয়দের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। দীর্ঘ প্রচেষ্টার পর মৃত্যুর খবর শুনে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

চারঘাট ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, আমরা খবরে পেয়ে নির্দিষ্ট সময় ঘটনাস্থলে গিয়েছি। কিন্তু জেলা স্টেশন থেকে ডুবুরি দল আসতে কিছুটা সময় লাগায় উদ্ধার কাজ শুরু করতে কিছুটা দেরি হয়েছে। দুই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।