হেলাল উদ্দীন,বাগমারা : রাজশাহীর বাগমারায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেনের প্রচারণা সভায় নেতাকর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
বুধবার সন্ধ্যা সাতটায় ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বেসরকারি টিভি চ্যানেলের সাক্ষাৎকার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠিত এ সভায় এলাকার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সংগঠনের হাজারো নেতাকর্মী যোগ দেন। প্রচারণা শুরুর আগেই মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ।
বাগমারার মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে অধ্যাপক কামাল হোসেনই যোগ্য নেতৃত্ব দিতে পারেন। তিনি তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন এবং দলকে সংগঠিত করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
অধ্যাপক কামাল হোসেন তার বক্তব্যে বলেন, “ধানের শীষের পক্ষে জনগণের জোয়ার শুরু হয়ে গেছে। এই জোয়ার কেউ রুখতে পারবে না। জনগণ এবার পরিবর্তন চায়, গণতন্ত্র চায়, ন্যায়ের শাসন চায়।”
সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেও বাগমারায় বিএনপির এ গণসমাবেশ স্থানীয় রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

