নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। সকাল ৬:২৫। ২৮ জানুয়ারি, ২০২৬।

বাগমারায় টপসয়েল কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, একজনের কারাদণ্ড

জানুয়ারি ২৭, ২০২৬ ১০:৪৯
Link Copied!

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলায় কৃষি জমির মূল্যবান টপসয়েল কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় টানা দুইটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গণিপুর ইউনিয়নের ইসলামের মোড় সংলগ্ন দুবিলা বিলে প্রথম মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা। এসময় বাগমারা থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করেন।

আরও পড়ুনঃ  কুইজ, প্রশ্ন আর বাস্তব গল্পে শিক্ষার্থীরা শিখলো তথ্য অধিকারের গুরুত্ব

অভিযানে কৃষি জমির মূল্যবান টপসয়েল কাটার অপরাধে গণিপুর গ্রামের মৃত কছির এর ছেলে তমিজ উদ্দিনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় পনেরো (১৫) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে টপসয়েল কাটায় ব্যবহৃত দুইটি এক্সকেভেটর (ভেকু) মেশিন স্পটে অকেজো করে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব

এরপর একই দিন বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শুভডাঙ্গা ইউনিয়নের নিমাই বিল এলাকায় দ্বিতীয় দফা মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় দুষ্কৃতকারী কাউকে পাওয়া না গেলেও কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটায় ব্যবহৃত আরও দুইটি এক্সকেভেটর (ভেকু) মেশিন ঘটনাস্থলেই অকেজো করা হয়।

আরও পড়ুনঃ  মান্দায় চোরাই মোটরসাইকেল উদ্ধার : গ্রেফতার দুই

উপজেলা প্রশাসন জানায়, কৃষি জমি রক্ষা এবং পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। টপসয়েল কাটা বন্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলেও জানানো হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।