নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ১১:২২। ৪ নভেম্বর, ২০২৫।

বাগমারায় র‍্যাবের অভিযানে অ্যালকোহলসহ গ্রেপ্তার ১

নভেম্বর ৪, ২০২৫ ৭:২৭
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারায় র‍্যাবের অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) রাত সোয়া আটটার দিকে উপজেলার জোতিনগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-৫, সিপিএসসি রাজশাহীর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বাজার এলাকায় এক ব্যক্তি নিয়মিতভাবে হোমিওপ্যাথিক ওষুধের আড়ালে শতকরা ৯০ ভাগ অ্যালকোহলযুক্ত অবৈধ মাদক বিক্রি করছে। তিনি রাজশাহীর বিভিন্ন স্থান থেকে এই অ্যালকোহল সংগ্রহ করে কিশোর ও যুবকদের কাছে বাজারের কোলাহলে বিক্রি করতেন।

এরপর র‍্যাবের একটি গোয়েন্দা দল তার গতিবিধি পর্যবেক্ষণ ও অনুসরণ করে। পরে সোমবার রাত সোয়া আটটার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হোসেন আলী (৫০) বাগমারা থানার মন্দিয়াল মধ্যপাড়া এলাকার মৃত রিক প্রামাণিকের ছেলে।

অভিযানের সময় তার সঙ্গে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে ১১৬ বোতল (১১.৬ লিটার) অবৈধ অ্যালকোহল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, এই অ্যালকোহল অত্যন্ত প্রাণঘাতী এবং সাম্প্রতিক সময়ে রাজশাহীর বিভিন্ন এলাকায় এর সেবনে মৃত্যুর ঘটনাও ঘটেছে। হোসেন আলী দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথিক ওষুধ বিক্রয়ের আড়ালে মাদক ব্যবসায় জড়িত ছিলেন এবং জেলা ও মহানগরের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।