নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। সন্ধ্যা ৬:৪৪। ২ জুলাই, ২০২৫।

বিএনপি নেতা কবির হোসেন সমাহিত

মে ৫, ২০২৩ ৮:২৭
Link Copied!

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ও সাবেক ভূমি প্রতিমন্ত্রী কবির হোসেনের (৮৪) মরদেহ রাজশাহী মহানগরীর হেতেমখাঁ কবরস্থানে সমাহিত করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে এখানে সমাহিত করা হয়। কবির হোসেন নগরীর উপশহরের বাসিন্দা ছিলেন। গত বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এরপর শুক্রবার দুপুর আড়াইটায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে তার জানাযা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সিটি মিজানুর রহমান মিনু এবং বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

আরও পড়ুনঃ  জুলাই বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশ গড়তে হবে: ডা. মোহাম্মদ জাহাঙ্গীর

এছাড়াও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, ওবাইদুর রহমান চন্দন, ত্রাণ ও পুণর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন, মহানগর জাসদের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জানাযায় অংশ নেন।

আরও পড়ুনঃ  শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন এনসিপির কেন্দ্রীয় নেতারা

কবির হোসেন বিএনপির প্রার্থী হিসাবে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। এর মধ্যে ১৯৯১ ও ১৯৯৬ সালে রাজশাহী-২ এবং ২০০১ সালে রাজশাহী-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। প্রথমবার সংসদ সদস্য হয়েই তিনি স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং পরে ভূমি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। ২০০৮ সালের নির্বাচনে বিএনপির মনোনয়নে কবির হোসেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসন থেকে নির্বাচন করেন। এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর কাছে পরাজিত হয়ে রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।