নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ১১:২৩। ১০ নভেম্বর, ২০২৫।

ভারতে পালানোর চেষ্টাকালে মাগুরার দীপক বেনাপোল ইমিগ্রেশনে আটক

নভেম্বর ১০, ২০২৫ ৯:৫০
Link Copied!

বেনাপোল প্রতিনিধি: ভারতে পালানোর সময় বেনাপোলে বিস্ফোরক মামলার আসামি আটক ভারতে পালানোর চেষ্টা করার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে বিস্ফোরক মামলার পলাতক আসামি দীপক কুমার বিশ্বাস (৫৫)-কে আটক করেছে পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। আটক দীপক মাগুরা জেলার শ্রীপুর উপজেলার শৃকল গ্রামের মৃত দুলাল চন্দ্র বিশ্বাসের ছেলে।

ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, দীপক মাগুরা সদর থানায় দায়ের হওয়া বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। মামলাটি দায়ের হয় চলতি বছরের ১০ অক্টোবর, নম্বর—১০/২০২৪।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক তাজুল ইসলাম বলেন, “গোপন সূত্রে খবর পাই, বিস্ফোরক মামলার আসামি দীপক বিশ্বাস ভারতে পালানোর চেষ্টা করবেন। এরপর থেকেই ইমিগ্রেশন এলাকায় নজরদারি বাড়ানো হয়।”

তিনি আরও জানান, “সন্ধ্যার দিকে দীপক তার স্ত্রী ও মেয়েকে নিয়ে পাসপোর্ট জমা দিয়ে এক্সিট সিলের জন্য ইমিগ্রেশন ডেস্কে আসেন। তখন কর্মকর্তাদের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তিনি স্বীকার করেন যে তিনি বিস্ফোরক মামলার আসামি।”

তিনি আরও বলেন, “আটক দীপককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পোর্ট থানা থেকে তাকে মাগুরার শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, দীপক কুমার বিশ্বাস দীর্ঘদিন ধরে এলাকায় অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টিসহ একাধিক অভিযোগ রয়েছে। পুলিশের ধারণা, গ্রেপ্তার এড়াতে তিনি ভারতে পালানোর চেষ্টা করছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।