নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। সকাল ১১:৫৫। ৮ নভেম্বর, ২০২৫।

ভিএপিটি অডিট করে নিরাপত্তার নিশ্চয়তা দিতে নির্দেশ ইসির

নভেম্বর ৮, ২০২৫ ১১:৩৩
Link Copied!

অনলাইন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থাপনা সিস্টেম (ইএমএস) এবং সংশ্লিষ্ট অ্যাপসসহ অন্যান্য সিস্টেমের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সম্প্রতি ইসির উপসচিব মোহাম্মদ শাহ আলম স্বাক্ষরিত এক অফিস আদেশ এ নির্দেশনা দেওয়া হয়েছে।

আদেশ অনুযায়ী, ইসির ইলেকট্রনিক ভোটিং সিস্টেম এবং অন্যান্য সফটওয়্যারের ওপর ‘ভালনারাবিলিটি অ্যান্ড পিনেট্রেশন টেস্টিং (ভিএপিটি) কার্যক্রম শেষ করতে হবে বলে জানিয়েছে ইসি। আইসিটি অডিট টিমকে এই কার্যক্রমের মাধ্যমে সিস্টেমের নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়েছে, ভিএপিটি কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত সকলের প্রয়োজনীয় প্রশিক্ষণ/জ্ঞান/অন্যান্য সহায়তা নিশ্চিত করতে হবে। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট সিস্টেম ব্যবহারের পূর্বে নির্বাচন কমিশন সচিবালয়সহ মাঠ পর্যায়ের সংশ্লিষ্টদের কাছে কারিগরি পদক্ষেপ গ্রহণের মাধ্যমে লিখিত সাপোর্ট নিশ্চিত করার ওপর। এ ছাড়া, ভবিষ্যতে যেন কোনো কর্মরত ব্যক্তি ‘গুরুত্বপূর্ণ সিস্টেমের লগ-ইন’ পুনরায় ব্যবহার করতে না পারেন, সেজন্য নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সকল প্রশাসনিক কার্যক্রম শেষ করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন আকারে তা সরাসরি সিনিয়র সচিব/প্রতিষ্ঠান প্রধানের কাছে উপস্থাপন করতেও বলা হয়েছে আদেশে। সিস্টেম সুরক্ষার বিষয়টি নিশ্চিত করে চূড়ান্তভাবে কার্য সম্পাদনের অনুমতি নিতেই এই নির্দেশনা দিয়েছে ইসি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।