নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ৯:৩৪। ২৬ অক্টোবর, ২০২৫।

মেট্রোরেল দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা, তদন্ত কমিটি গঠন

অক্টোবর ২৬, ২০২৫ ৪:২৩
Link Copied!

অনলাইন ডেস্ক : মেট্রোরেলের ফার্মগেট স্টেশন এলাকায় পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালাম আজাদের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রোববার (২৬ অক্টোবর) দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করে এ কথা জানান তিনি।

উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, পাঁচ লাখ টাকা প্রাথমিকভাবে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। এ ছাড়া তার পরিবারে কর্মক্ষম কোনো ব্যক্তি যদি থাকে তাকে মেট্রোরেলে চাকরির ব্যবস্থা করা হবে।’

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনায় সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’

পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে যাওয়া নাশকতা কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। তিনি বলেন, ‘ঘটনার সময় যারা আহত হয়েছেন তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

মেট্রোরেলে পুনরায় ট্রেন চালু হতে একটু সময় লাগবে বলেও জানান উপদেষ্টা ফাওজুল কবির খান।

ডিএমটিসিএল সূত্র জানায়, মেট্রোরেলের লাইনের নিচে উড়াল পথের পিলারের সঙ্গে রাবারের এসব বিয়ারিং প্যাড থাকে। এগুলোর প্রতিটির ওজন আনুমানিক ১৪০ বা ১৫০ কেজি। এসব বিয়ারিং প্যাড ছাড়া ট্রেন চালালে উড়াল পথ দেবে যাওয়া কিংবা স্থানচ্যুত হওয়ার আশঙ্কা থাকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।