নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। বিকাল ৫:০৭। ২৭ অক্টোবর, ২০২৫।

রাজশাহীতে অ্যালকোহলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অক্টোবর ২৭, ২০২৫ ১:৪৬
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর পবা থানার কয়ড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ও প্রাণঘাতী অ্যালকোহলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল ২৬ অক্টোবর (শনিবার) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী হলেন- কোরবান আলী (৪০), পিতা আ. রহিম, সাং-কয়ড়া এবং মো. মোকছেদ (৫৫), পিতা মৃত ইয়াকুব, সাং-মাড়িয়া, উভয়েই পবা থানার বাসিন্দা।

অভিযানে র‌্যাব সদস্যরা ১০৮ বোতল (প্রায় ১০.৮ লিটার) অবৈধ অ্যালকোহল, একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড জব্দ করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথিক ওষুধ বিক্রির আড়ালে শতকরা ৯০ ভাগ অ্যালকোহলযুক্ত অবৈধ মাদক বিক্রি করে আসছিল। রাজশাহী শহর ও আশপাশের এলাকায় এই মাদক বিক্রির কারণে ইতোমধ্যে প্রাণনাশের ঘটনাও ঘটেছে।

গোপন সূত্রে তথ্য পাওয়ার পর র‌্যাব-৫ এর সিপিএসসি ইউনিট ঘটনাস্থলে অভিযান চালায়। তল্লাশির সময় ওষুধের বাক্সে লুকানো কার্টন থেকে এসব অ্যালকোহল উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার আসামিরা পরস্পর যোগসাজশে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় যুব সমাজের মাঝে প্রাণঘাতী মাদকটি বিক্রি করছিল। তাদের বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।