নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ৯:১৩। ১৮ অক্টোবর, ২০২৫।

রাজশাহীতে গৃহবধূর ধর্ষণ মামলার আসামি গ্রেফতার 

অক্টোবর ১৮, ২০২৫ ৬:৩৪
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়ায় চাঞ্চল্যকর গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ জুয়েল (৩৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর যৌথ আভিযানিক দল ।

শুক্রবার ১৭ অক্টোবর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে র‌্যাব-৫, সিপিএসসি রাজশাহী ও সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল নাটোর জেলার নলডাঙ্গা থানাধীন মাধনগর ইউনিয়নের হালতি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আসামি মোঃ জুয়েল নাটোর জেলার নাটোর সদরের জয়রামপুর গ্রামের মোঃ নবাবের ছেলে।

আরও পড়ুনঃ  রাকসুতে একমাত্র নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী তোফা

র‍্যাব সূত্রে জানা যায়, ভিকটিমের স্বামীর বন্ধু হওয়ার সুবাদে আসামি জুয়েল পুঠিয়া থানার পীরগাছা গ্রামে ভিকটিমের বাড়িতে যাতায়াত করত। গত ৭ অক্টোবর রাত ১০:৩০ মিনিটের দিকে ভিকটিমের স্বামী বাড়িতে না থাকায় ওই সুযোগে জুয়েল ঘরে ঢুকে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। ধর্ষণের শিকার ভিকটিম নিজেই পুঠিয়া থানায় হাজির হয়ে অভিযুক্ত জুয়েলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি পলাতক ছিল। বিষয়টি পুলিশ ও র‌্যাবসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর নজরে আসে এবং র‌্যাব ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে।

আরও পড়ুনঃ  রাকসুতে ভোট জালিয়াতি ঠেকাতে ‘থ্রি ডাইমেনশনাল সিকিউরিটি’

এরই ধারাবাহিকতায়, র‌্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিকে শনাক্ত করে ১৭ অক্টোবর ২০২৫ ইং তারিখে র‌্যাব-৫, সিপিএসসি রাজশাহী ও সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের ভিত্তিতে নাটোরের নলডাঙ্গা থানাধীন হালতি এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকেই অভিযুক্ত মোঃ জুয়েলকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ  ইউক্রেন যুদ্ধ ইস্যুতে ফের মুখোমুখি বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন

আটককৃত জুয়েলকে পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছে র‌্যাব। এ ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।