নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। দুপুর ১২:২২। ১২ অক্টোবর, ২০২৫।

রাজশাহীতে নববধুর আত্মহত্যা, শেষ চিঠি লিখলেন ‘স্বপ্নের পুরুষের’ কাছে

অক্টোবর ৭, ২০২৫ ১০:০৫
Link Copied!

স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘায় স্বপ্নের পুরুষের কাছে শেষ চিঠি লিখে নববধু হিরা খাতুন আত্মহত্যা করেছেন। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় পদ্মার চকরাজাপুর ইউনিয়নের দাদপুর চরে এই ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার সদর থানার বটতলী ইউনিয়নের আদর্শপাড়া গ্রামের বেল্লাল হোসেনের মেয়ের সাথে ১৪ সেপ্টেম্বর পারিবারিকভাবে চকরাজাপুর ইউনিয়নের দাদপুর চরের শান্তি শেখের ছেলে রতন আলী শেখের বিয়ে হয়। বিয়ের পরে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন হিরা। এরপর স্বামীর বাড়িতে আসতে চাননি হিরা।

আরও পড়ুনঃ  রাজশাহীতে খালেদ মাসুদ পাইলটকে সংবর্ধনা

মেয়েকে বুঝিয়ে বাবা বেল্লাল হোসেন আবার স্বামীর বাড়িতে পাঠিয়ে দেন। সোমবার সন্ধ্যায় স্বামী রতন আলী বাজারে যান। এ সময় স্বপ্নের পুরুষের কাছে চিঠি লিখে নিজ ঘরের শোবার ঘরের তিরের সাথে ওড়না দিয়ে ফাঁস দেন হিরা।

এ সময় তার ননদ ছবি খাতুন বাড়িতে এসে দেখেন হিরা ঘরের তিরের সাথে ঝুলছেন। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ঝুলন্ত অবস্থা থেকে তাকে নামান। তার আগেই তিনি মারা যান। বিয়ের সময়ে হিরা খাতুন সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  স্বর্ণের দাম পৌঁছালো নতুন রেকর্ডে, বেড়েছে রুপার দামও

এ সময় তার লিখা একটি চিঠি পাওয়া গেছে। সেই চিঠিতে লিখা ছিল, ‘ভাল থাকবেন। আমাকে আর হয়তো পাবেন না। আমি চেয়েছিলাম আমার স্বপ্নের পুরুষের সাথে থাকতে। কিন্তু সেটা আর সম্ভব না। আপনাদের কাছে আমার শেষ ইচ্ছা, আমি মারা যাওয়ার পর আমার কবরটা স্বপ্নের বাড়ির সামনে হবে। আমি যেই গ্যালারি ব্যবহার করি, মায়ের ফোনে ওই গ্যালারি নিরাপত্তা ফোল্ডারে অনেক সখের ছবি আছে। ওই ছবি গুলো যত্ন সহকারে রেখে দিবেন। (৭২১৬ পাস ওয়ার্ড)। আমার মরার কবরটা আমার আরাফাত ভাইয়ার কাছে দিয়ে দিবেন। ইতি, হিরা।’

আরও পড়ুনঃ  নতুন কুঁড়ির ঢাকা পর্বের জন্য চূড়ান্ত হলো রাজশাহী বিভাগের ১২০ প্রতিযোগী

এ বিষয়ে বাঘা থানার ওসি আফম আছাদুজ্জামান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তার মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য চেষ্টা করা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।