স্টাফ রিপোর্টার : ২১ জুলাই রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ভাটোপাড়া গ্রাম হতে বিকাল ০৪:৩০ টায় একজন মাদক কারবারিকে ৩০০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার গোদাগাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ মাহবুব আলম (২১)। মোঃ মাহবুব আলম রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চর আমতলা খাসমহল গ্রামের মৃত মাইনুল ইসলামের পুত্র।
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার এসআই(নিরস্ত্র) মোঃ রুহুল আমিন শামীম ফোর্স-সহ গত ২১ জুলাই বিকাল ০৪:০০ টায় গোদাগাড়ী থানাধীন বাইপাস মোড় ও তার সন্নিহিত এলাকায় গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারের ডিউটিতে নিয়োজিত ছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, ০২ জন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে চরআষাড়িয়াদহ হতে পদ্মা নদী পার হয়ে মাটিকাটা ইউনিয়নের পশ্চিম ভাটোপাড়া গ্রামস্থ ফুলতলা ঘাটে অবস্থান করছিল। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার এসআই(নিরস্ত্র)মোঃ রুহুল আমিন শামীম ফোর্স-সহ গত ২১ জুলাই বিকাল ০৪:২০ টায় অভিযান পরিচালনা করে। থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে গোদাগাড়ী থানা পুলিশ অভিযুক্তের দেহ তল্লাশি করে অভিযুক্তের হাতে থাকা পান্ডা লেখা এক জোড়া ৪২ সাইজের খয়েরি স্যান্ডেলের মধ্যে বিশেষ কায়দায় রাখা অবৈধ মাদকদ্রব্য ৩০০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করে।
প্রসঙ্গত উল্লেখ্য, হেরোইন উদ্ধারের ঘটনায় অভিযুক্ত গোদাগাড়ীর মাদককারবারি মোঃ সামিরুল ইসলাম নামের এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
হেরোইন উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত’দ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-এ একটি মামলা রুজু হয়েছে।-খবর বিজ্ঞপ্তি