স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার সাধুর মোড় এলাকায় দুই সাইকেল চোরকে গ্রেপ্তার করেছে আরএমপির ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: শহিদুল ইসলাম রুবেল ওরফে টাইগার রুবেল (৩২) ও মো: গাফ্ফর শেখ (৫০)। শহিদুল ইসলাম রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার সাধুর মোড় এলাকার মৃত রমজানের ছেলে ও গাফ্ফর একই থানার খরবোনা নদীর ধার এলাকার মৃত আবু বক্করের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মোছা: মাকসুদা খাতুন, সাধুর মোড়, থানা-বোয়ালিয়া, রাজশাহীর ছেলের ব্যবহৃত সাইকেল গত ৩১ আগস্ট বিকেল ৪টা হতে সন্ধ্যা ৭টার মধ্যে বোয়ালিয়া থানার সাধুর মোড় এলাকায় মেজর শামস’র বাসার গ্যারেজ থেকে চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী গত ১৩ সেপ্টেম্বর ডিবি অফিসে উপস্থিত হয়ে মৌখিক অভিযোগ দেন।
পরবর্তীতে ১৩ সেপ্টেম্বর রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা শাখার এসআই মো: সাহাব উদ্দীন-আল-ফারুক ও তার টিম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরকে সনাক্ত করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া মডেল থানার সাধুর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে আসামি শহিদুল ইসলাম রুবেলকে বাড়ী হতে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে রুবেল চুরির বিষয়টি স্বীকার করে। সে জানায় সাইকেলটি ৯০০ টাকা মূল্যে গাফ্ফার শেখ এর ভাঙ্গারীর দোকানে বিক্রি করেছে। আসামি রুবেলের তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ ভাঙ্গারীর দোকানে অভিযান পরিচালনা করে আসামি গাফ্ফার শেখকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপির বোয়ালিয়া মডেল থানায় চুরির মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।