স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৪ জনসহ অন্যান্য অভিযোগে মোট ২৬ জন গ্রেপ্তার হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে অবৈধ প্রভাব বিস্তার, সন্ত্রাসী তৎপরতা ও চাঁদাবাজির অভিযোগে মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৩ জন এবং চাঁদাবাজি ও অবৈধ দখলের অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ২১ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৮ জন, মাদক সংশ্লিষ্ট মামলায় ৫ জন এবং অন্যান্য মামলায় ৮ জন রয়েছেন।
বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত মো: তানভীর হোসেন সজল (৩০), মো: হোসেন আলী (৩৬), মো: জিয়াউল হক (৫৩) ও মো: সানোয়ার হোসেন (২৭)। তানভীর রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার সাহেব বাজার এলাকার মো: শাহিনুর ইসলামের ছেলে। সে রাজশাহী সিটি কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি, যুবলীগ কর্মী হোসেন রাজপাড়া থানার চন্ডিপুর এলাকার আলহাজ সুলতান আলীর ছেলে, জিয়াউল হক শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া কালুর মোড় এলাকার মৃত আকতার হোসেনের ছেলে। সে ১৭ নম্বর ওয়ার্ডের আওয়ামীলীগ কর্মী এবং চাঁদাবাজ সানোয়ার বোয়ালিয়া থানার বড়কুঠি ক্যাম্প এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।-খবর বিজ্ঞপ্তি