নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। রাত ১২:১৬। ১৮ জুলাই, ২০২৫।

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে ৪ জনসহ মোট গ্রেপ্তার ৩৮

জুলাই ১৭, ২০২৫ ৫:৩৭
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৪ জনসহ অন্যান্য অভিযোগে মোট ৩৮ জন গ্রেপ্তার হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে অবৈধ প্রভাব বিস্তার, সন্ত্রাসী তৎপরতা ও চাঁদাবাজির অভিযোগে মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২ জন এবং চাঁদাবাজি ও অবৈধ দখলের অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ৩৪ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১৫ জন, মাদক সংশ্লিষ্ট মামলায় ৪ জন এবং অন্যান্য মামলায় ১৫ জন রয়েছেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে ৪ জনসহ মোট গ্রেপ্তার ২৬

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত জাকির হোসাইন (২৮), কেএম আমিনুল ইসলাম (৫৫), মো: সাইফুল ইসলাম খান (৪৬) ও মো: সানোয়ার হোসেন (২৭)।

আরও পড়ুনঃ  রুয়েটে জুলাই শহীদ দিবস পালিত

আওয়ামীলীগ কর্মী জাকির হোসাইন রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার বড়কুঠিপাড়ার মো: জহিদ আলীর ছেলে, আমিনুল একই থানার ঘোড়ামারা এলাকার শেখের চক এলাকার মৃত মো: কেএম আব্দুল গনির ছেলে। চাঁদাবাজ সাইফুল রাজপাড়া থানার গ্রেটার রোড এলাকার মৃত ইউনুস আলী খানের ছেলে। সে রাজপাড়া থানা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সানোয়ার বোয়ালিয়া থানার বড় কুঠি ক্যাম্প এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে।

আরও পড়ুনঃ  ‘হেফাজতকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না’-মুফতি বশির উল্লাহ

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।