নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ৩:৫৯। ১৪ মে, ২০২৫।

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে চাঁপাইয়ে তৎপর মাহি

জানুয়ারি ১৪, ২০২৩ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে-২ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে আলোচনায় আসার পর থেকেই রাজনৈতিক কর্মকাণ্ডে বেশ সক্রিয় হয়ে উঠেছেন ঢাকাই সিনামার নায়িকা মাহিয়া মাহি। নিয়মিতই তিনি অংশ নিচ্ছেন দলটির বিভিন্ন কর্মসূচিতে।

রাজশাহীতে প্রধানমন্ত্রীর মহাসমাবেশ সফল করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলন অংশ নিয়েছিলেন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। নবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনার চত্বরে শনিবার এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

আরও পড়ুনঃ  নাটোরে জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন-জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রহুল আমিন, সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদ শিমুল, নারী সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি, ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহিসহ আরও অনেকে।

আরও পড়ুনঃ  বাগমারায় গলায় ফাঁস দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

প্রতিনিধি সম্মেলনে আওয়ামীলীগের নেতারা দাবি করেন, ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া প্রধানমন্ত্রীর রাজশাহী মহাসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। দুপুর ১২ টার আগেই মাদ্রাসা মাঠ পূর্ণ হয়ে যাবে, সেক্ষেত্রে একটু আগে আগেই চাঁপাইনবাবগঞ্জের নেতাকর্মীদের সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান তারা।

সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জের দুটি আসনে উপ-নির্বাচনে নৌকার প্রার্থীদের বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি এসএম কামাল হোসেন।

আরও পড়ুনঃ  বাগমারায় বিদ্যুৎপৃষ্ট হয়ে শশুর বাড়িতে জামাইয়ের মর্মান্তিক মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে-২ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে আলোচনায় আসার পর থেকেই রাজনৈতিক কর্মকাণ্ডে বেশ সক্রিয় হয়ে উঠেছেন চিত্রনায়িকা মাহি। নিয়মিতই তিনি অংশ নিচ্ছেন দলের বিভিন্ন কর্মসূচিতে। সংসদ থেকে বিএনপির পদত্যাগের ফলে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনটি শূন্য হয়েছে। ওই আসনে ১ ফেব্রুয়ারি হবে উপনির্বাচন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।