স্টাফ রিপোর্টার : চাঁদাবাজ, অবৈধ দখরদার ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ জনসহ অন্যান্য অভিযোগে ৩৪ জনকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
শনিবার (৯ আগস্ট) সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) উপ-পুলিশ কমিশনার এডিসি (মিডিয়া) মো: গাজিউর রহমান, পিপিএম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জানায়,গতকাল শুক্রবার সকাল থেকে আজ শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে অবৈধ দখলদার ও চাঁদাবাজির অভিযোগে মোট ২ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ৩২ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৫ জন, মাদক সংশ্লিষ্ট মামলায় ৩ জন এবং অন্যান্য মামলায় ২৪ জন রয়েছেন।
গ্রেফতারকৃত চাঁদাবাজরা হলো হাসান আলী (৩৭) ও রিমন (২৭)। হাসান রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা তালাইমারী এলাকার মো: গোলাম কিবরিয়ার ছেলে এবং রিমন বোয়ালিয়া মডেল থানার সাধুর মোড় এলাকার আলতাবের ছেলে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।