নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। রাত ৩:৫৫। ৬ জুলাই, ২০২৫।

রাজশাহীতে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

জুলাই ৫, ২০২৫ ৯:০২
Link Copied!

স্টাফ রিপোর্টার : শনিবার বিকালে রাজশাহী বিএনপি জেলা ও মহানগর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমনটাই দাবি করেন রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক নেতা মাহমুদ হাসান শিশিল।

গত বুধবার দুপুরে নগরীর পদ্মা আবাসিক এলাকায় একটি আট তলা ভবনে যুবলীগের সাধারন সম্পাদক রনি অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে স্থানীয় জনগন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ভবনটি ঘেরাও করে পুলিশ ও সাংবাদিকদের উপস্থিতিতে তল্লাশি চালায়। এসময় রনিকে পাওয়া না গেলেও ভবনের গার্ড স্বীকার করে তাকে ভবনে ঢুকতে দেখেছে।

তল্লাশির দুইদিন পরে ঐ ভবনের ৫ তলার ৬ নং ফ্ল্যাটে থাকা হাবিবা আক্তার মুক্তা নামের একজন থানায় চুরি ও লুটপাটের অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় তিনি বেআইনী জনতার দলবদ্ধ হয়ে বাড়িতে অনাধিকার প্রবেশ, সাধারণ জখম, ভীতি প্রদর্শন, চুরি, হুকুমদানসহ মানহানীর মামলা দায়ের করেন।

মামলায় আসামী করা হয় মাহমুদ হাসান শিশিল, জিবন, লিমনসহ অঞ্জাত ৮/১০ জনকে। মামলায় নগদ দুই লক্ষ টাকা চুরি সহ ১২ ভরি স্বর্নাংকারের কথা উল্লেখ করা হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২

এবিষয়ে শনিবার হাবিবা আক্তার মুক্তা নগরীর একটি রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলন ও করেন। সেখানে তিনি মামলায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবী জানান।

হাবিবা আক্তার মুক্তার মামলা ও সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেন মামলায় অভিযুক্তরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাহমুদ হাসান শিশিল। তিনি বলেন, “ আমরা যুবলীগ নেতা রনির সন্ধানে গেছিলাম। আমরা পুলিশ ও সাংবাদিকদের উপস্থিতিতে ভবনে তল্লাশি চালায়। আমরা কি করেছি তার লাইভ সম্প্রচার হয়েছে আমাদের সাথে থাকা কয়েকজনের ফেসবুক আইডি থেকে সেখানে কোন চুরি বা লুটপাট হয়নি। হয়ে থাকলে তখনই পুলিশের সামনে অভিযোগ করতে পারতো ২ দিন পরে মামলা করে আমার সামাজিক ও রাজনৈতিক সুনাম নষ্ট করেছে। আমি চাই পুলিশ সুষ্ঠ তদন্ত করুক।”

আরও পড়ুনঃ  জয়ার সিনেমার ট্রেলার শেয়ার করে যা বললেন অমিতাভ

তিনি আরও জানান, “অভিযোগকারী আমার বড় ভাইয়ের শ্বাশুড়ি। আমার সাথে আমার বড় ভাইয়ের বিরোধ আছে সেটাকেই পুঁজি করে তিনি এই মামলা করেছে।” আমার ভাইয়ের শ্বশুরের পরিবার আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, আমার ভাইয়ের সাথে যুবলীগ নেতা রনির সম্পর্ক আছে, আমার ভাই একসময় ছাত্র লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। সে সময় জেলা আওয়ামী লীগের সভাপতি তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক তাকে ছাত্র লীগের কর্মী হিসেবে জেলা আওয়ামী লীগের প্যাডে প্রত্যায়ন দেন। আমার মাকে নিয়ে ও মিথ্যাচার করেছে আমার ভাই, আমার মা আমার সাথেই থাকে।”

এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উওর দেন এবং গণমাধ্যমের মাধ্যমে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং মামলার সুষ্ঠ তদন্তের আবেদন জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মীর তারেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক রাজশাহী মহানগর, আসাদুজ্জামান জনি সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল রাজশাহী মহানগর, রফিকুল ইসলাম রবি সদস্য সচিব রাজশাহী মহানগর যুবদল, মোঃ আকবর আলী জ্যাকি সভাপতি রাজশাহী মহানগর ছাত্রদল, খন্দকার মাকসুদুর রহমান সৌরভ সাধারণ সম্পাদক রাজশাহী মহানগর ছাত্রদল, মো; ফাইসাল সরকার ডিকো সিনিয়র যুগ্ন আহবায়ক রাজশাহী জেলা যুবদল, মোহাম্মদ শফিক মাহমুদ তন্ময় দপ্তর সম্পাদক রাজশাহী মহানগর যুবদল, মো: সাব্বির আহমেদ অন্তর না আহবায়ক নিউ ডিগ্রী কলেজ ছাত্রদল, মোহাম্মদ মাহমুদ হাসান লিমন সদস্য সচিব নিউ ডিগ্রী কলেজ ছাত্রদল, নেহাল আহমেদ রায়হান সদস্য সচিব বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদল, সাব্বির রহমান যুগ্ন আহবায়ক রাজপাড়া থানা ছাত্রদল,নাজির হোসেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাজশাহী মহানগর ছাত্রদল।

আরও পড়ুনঃ  পূজায় আসছে ‘রঙবাজার’, তবে সব দর্শকদের জন্য নয়

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।