নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। বিকাল ৩:১৫। ৫ নভেম্বর, ২০২৫।

রাজশাহীর বাঘা সীমান্তে ভারতীয় মদ এবং কীটনাশক আটক

নভেম্বর ৫, ২০২৫ ১:২১
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘা সীমান্ত হতে ভারতীয় মদ এবং কীটনাশক আটক করেছে বিজিবি।

বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বুধবার ৫ নভেম্বর রাত্রি আনুমানিক ৩: ২০ হতে ৪:১৫ পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ মীরগঞ্জ ও আলাইপুর বিওপি‘র দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি‘র নিয়মিত টহল দল রাজশাহী জেলার বাঘা থানাধীন সীমান্ত পিলার ৭৮/২-এস হতে আনুমানিক ০২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাহাদীপুর এবং সীমান্ত পিলার ৮১/৩-এস হতে আনুমানিক ০৪ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে কিশোরপুর নামক স্থানে পৃথক ০২টি অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনা করে মালিকবিহীন ০২টি প্লাষ্টিকের বস্তায় ১৯ বোতল ভারতীয় Old Monk মদ ও ১০ বোতল জেডি মদ এবং অপর ০২টি প্লাষ্টিকের বস্তায় ৩০ প্যাকেট ভারতীয় MANCOZEB 75% DITHANEM-45 (ফুল ও ফলের ভিটামিন) কীটনাশক আটক করতে সক্ষম হয়।

আটককৃত মাদকদ্রব্য বাঘা থানায় এবং কীটনাশক রাজশাহী শুল্ক অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।