নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। বিকাল ৫:০৮। ২৯ আগস্ট, ২০২৫।

রাজশাহী এডিটরস ফোরামের সাথে জামায়াতের মতবিনিময়

আগস্ট ২৯, ২০২৫ ৩:১৪
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর স্থানীয় পত্রিকার সম্পাদকদের সংগঠন রাজশাহী এডিটরস্ ফোরামের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর নেতৃবৃন্দ। বৃহষ্পতিবার সন্ধ্যায় নগরীর মাস্টারশেফ রেস্তোরায় এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় সাংবাদিকদের নিরাপদ কর্মক্ষেত্র ও নগরীর বিভিন্ন সমস্যা এবং সম্ভ্যবনা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও করনীয় নিয়ে পরামর্শ করেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  তানজিন তিশাকে কোলে তুলতে গিয়ে হাড় ভেঙেছিল তৌসিফের!

মতবিনিময় অনুষ্ঠানে সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী এডিটরস্ ফোরামের সভাপতি ও দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, সহ-সভাপতি ও দৈনিক আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, সেক্রেটারি ও দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবিব অপু, সদস্য ও সিনিয়ির সাংবাদিক এবং দৈনিক সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, দৈনিক শানশাইনের সম্পাদক সাইফুল ইসলাম, দৈনিক নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব।

আরও পড়ুনঃ  পুলিশের অভিযানে ৬শ গ্রাম গাঁজা উদ্ধার: গ্রেপ্তার ১

রাজশাহী মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি (প্রচার ও মিডিয়ার দায়িত্বপ্রাপ্ত) শাহাদৎ হোসেনের সঞ্চালনায় মতবিনিময় অনুষ্ঠানে আলোচনা রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমীর ড. মাওলানা কেরামত আলী, নায়েবে আমীর এ্যাড. আবু মোহাম্মদ সেলিম, রাজশাহী-২ সদর আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এবং রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ, বাণিজ্য ও কল্যান সম্পাদক, অধ্যাপক সরওয়ার জাহান প্রিন্স।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।