অনলাইন ডেস্ক : ভাষাসৈনিক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম আরিফ টিপুর (৯৪) জানাজা হবে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে। বার্ধক্যজনিত কারণে শুক্রবার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। জানা গেছে, ভাষাসৈনিক গোলাম আরিফ টিপুর মরদেহ সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রাণীহাটি ইদগাঁ মাঠে আনা হবে। সেখানে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার লক্ষ্যে শিবগঞ্জে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এছাড়া বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী কলেজ চত্বরে জানাজা অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করে কবিকুঞ্জের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক বলেন, পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়েছে অ্যাডভোকেট গোলাম আরিফ টিপুর মরদেহ রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে নিয়ে আসা হবে। শুক্রবার (১৫ মার্চ) রাত ১২টায় মরদেহ নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওয়ানা হবে। সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রাণীহাটি ইদগাঁ মাঠে তৃতীয় জানাজা...
Developed by BDITHOST