
সংবাদ বিজ্ঞপ্তি : আজ (১৫ আগস্ট) মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রাকাব প্রধান কার্যালয়ে সকাল ৯:১৫টায় বঙ্গবন্ধুর ম্যূরালে পুস্পস্তবক অর্পণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আঃ রহিম; নিরীক্ষা, হিসাব ও আদায় মাহাবিভাগের মহাব্যবস্থাপক মাকসুদা নাসরীন, প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) শওকত শহীদুল ইসলাম, রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক আতিকুল ইসলামসহ ব্যাংকের প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয়; বিভাগীয় নিরীক্ষা কার্যালয়, প্রশিক্ষণ ইনস্টিটিউট, এসইসিপি, স্থানীয় মুখ্য কার্যালয়, রাজশাহী’র সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এর পূর্বে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সূর্যদয়ের সাথে সাথে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত) এ অংশগ্রহণের মাধ্যমে শোক দিবসের কর্মসূচি উদ্বোধন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে ব্যবস্থাপনা পরিচালক বঙ্গবন্ধু অঙ্গনে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন ও...
Developed by BDITHOST