নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। সকাল ১০:০৭। ১২ অক্টোবর, ২০২৫।

রাজশাহী টেনিস কমপ্লেক্সে তিন ঘণ্টা লড়াই করে থেমে গেল সুমাইয়া

অক্টোবর ৭, ২০২৫ ১০:৫৬
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী টেনিস কমপ্লেক্সে চলছে আইটিএফ ওয়ার্ল্ড টেনিস জুনিয়র টুর্নামেন্টের রোমাঞ্চকর লড়াই। মঙ্গলবার অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের ম্যাচে চীনের টিয়ানরান ডোংয়ের বিপক্ষে তিন ঘণ্টারও বেশি সময় ধরে হাড্ডাহাড্ডি লড়াই করেছেন বাংলাদেশের সুমাইয়া আক্তার।

তবে শেষ পর্যন্ত ১-২ সেটে (৪-৬, ৬-২, ৪-৬) পরাজিত হয়ে কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হন ঝালকাঠির এই তরুণী তারকা। প্রথম সেটে ৪-৬ গেমে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়ান সুমাইয়া। দ্বিতীয় সেটে চমৎকার খেলে ৬-২ ব্যবধানে জিতে ম্যাচে সমতা ফেরান।

আরও পড়ুনঃ  বাংলাদেশকে হারিয়েও খুশি নন আফগান অধিনায়ক

নির্ধারণী তৃতীয় সেটে ৩-০ গেমে এগিয়ে গিয়ে জয়ের আশা জাগিয়েছিলেন তিনি। কিন্তু পরপর দুটি ব্রেক পয়েন্ট হারিয়ে গতি হারায় তার খেলা। সুযোগ বুঝে প্রতিপক্ষ টিয়ানরান ডোং আক্রমণাত্মক খেলা শুরু করলে ৪-৬ গেমে সেট হারেন সুমাইয়া, আর তাতেই বিদায় নিতে হয় টুর্নামেন্ট থেকে।

দিনের খেলায় বালক ও বালিকা একক এবং দ্বৈত মিলিয়ে মোট ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে শুরু হয় মেয়েদের একক ইভেন্ট। এদিন বাংলাদেশের চার খেলোয়াড় সুমনা বক্সি, মালিহা ইসলাম, সুমাইয়া আক্তার ও হালিমা জাহান দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেন।

আরও পড়ুনঃ  সোহেল হত্যা মামলার আসামী আটক

বালিকাদের এককে ভারতের ইয়াসিতা ইরিতি সরাসরি ২-০ (৬-২, ৬-০) সেটে হারান বাংলাদেশের সুমনা বক্সিকে। চীনের জিজি ইয়াং একই ব্যবধানে (৬-০, ৬-০) জেতেন মালিহা ইসলামের বিপক্ষে। চীনের টিয়ানরান ডোং ২-১ (৬-৪, ২-৬, ৬-৪) সেটে হারান সুমাইয়া আক্তারকে। চীনের হানিউ ওয়ান ২-০ (৬-৪, ৬-১) সেটে পরাজিত করেন মালদ্বীপের নাবা নিশানকে।

এছাড়া ভারতের তামান্না নায়্যার ২-০ (৬-৩, ৬-৪) সেটে হারান জাপানের টপ সিড খেলোয়াড় হারু ইশিদাকে। মালদ্বীপের দ্বিতীয় সিড আরা আসরা আজিম ২-০ (৬-০, ৬-২) সেটে জেতেন চীনের জিকান ইয়ানের বিপক্ষে। ভারতের তানিশা ভাটিয়াগার ২-০ (৬-৪, ৬-১) সেটে পরাজিত করেন থাইল্যান্ডের নাথিদা খুপাংসাকোরনকে এবং ভারতের শানভি রেড্ডি একই ব্যবধানে (৬-৩, ৬-২) জয় পান বাংলাদেশের হালিমা জাহানের বিপক্ষে।

আরও পড়ুনঃ  বড় পর্যায়ে যেতে হলে আত্মঅধিকারের জন্য লড়তে হবে : রাজশাহী জেলা প্রশাসক

বালকদের এককে ভারতের নীভ রবি কুঠারী ২-০ (৬-০, ৬-১) সেটে হারান থাইল্যান্ডের চানাপাত পিসুথারনাকে। অন্যদিকে থাইল্যান্ডের আরিয়া ফুল লিকুল ২-০ (৬-০, ৬-৩) সেটে জেতেন বাংলাদেশের খাব্বু গায়েনের বিপক্ষে। উভয়েই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন। বুধবার কোয়ার্টার ফাইনালের খেলা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।