নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ১১:২৭। ৩০ জুলাই, ২০২৫।

রাজশাহী সরকারি মহিলা কলেজে গণহত্যা দিবস পালন

মার্চ ২৬, ২০২৪ ১:২৯
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী-এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৪ পালন করা হয়। এ উপলক্ষে সোমবার (২৫ মার্চ) সকাল ১০টায় কলেজের শহিদ মিনারে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এরপর কলেজ প্রাঙ্গনে শেখ রাসেল দেয়ালিকা উন্মোচন করা হয়। সকাল ১০:৫০ মিনিটে গণহত্যা দিবসের প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে শুরু হয়ে পর্যায়ক্রমে গণহত্যা দিবসের তাৎপর্য সম্পর্কিত আলোচনা সভা এবং শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  বাগমারায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান

রাজশাহী সরকারি মহিলা কলেজে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা। আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা, বিসিএস এডুকেশন ক্যাডার্স কাউন্সিল-এর সম্পাদক তোফাজ্জল হোসেন মোল্লা। অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি এবং বিএনসিসি, রোভার, রেঞ্জারের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তা হিসেবে আলোচনা উপস্থাপন করেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণসহ শিক্ষকবৃন্দ। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ বলেন, ‘বাঙালির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়ার জন্য পাকিস্তানি শাসকগোষ্ঠী এবং তাদের লেলিয়ে দেয়া সামরিক বাহিনি ২৫ মার্চ কালরাতে ঘৃণ্য ষড়যন্ত্র শুরু করে এবং সেদিন থেকেই শুরু হয় বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালির প্রতিরোধ যুদ্ধ।’
এ উপলক্ষে কলেজ প্রাঙ্গনে রাত ১১ মিনিট থেকে রাত ১১:০১ মিনিট পর্যন্ত শহিদদের স্মরণে ব্ল্যাক আউট কর্মসূচি পালন করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।