নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ৯:০৩। ৬ নভেম্বর, ২০২৫।

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী লিটনের নেতৃত্বে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা

নভেম্বর ৬, ২০২৫ ৭:০৮
Link Copied!

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার অংশ হিসেবে রাজশাহী-৫ (দুর্গাপুর–পুঠিয়া) আসনে জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ নুরুজ্জামান লিটনের নেতৃত্বে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা করেছে জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পুঠিয়ার বেলপুকুর আইডিয়াল ডিগ্রি কলেজ মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা অংশ নেন।

বর্ণাঢ্য শোভাযাত্রাটি বেলপুকুর, বানেশ্বর, বিড়ালদহ, পুঠিয়া সদর, ঝলমলিয়া বাজাত, মিনি বিশ্বরোড, ধোপাপাড়া, কার্তিকপাড়া, তাহেরপুর, উজালখলসী, আলীপুর, শ্যামপুর, নওপাড়া, ইসবপুর, গোপালপুর, পুরান তাহেরপুর, মোহনগঞ্জ, কানপাড়া, কিশোরপুর, শালঘড়িয়া, দুর্গাপুর (রইপাড়া), পালিবাজার, বাঁশপুকুর, শিবপুর ও বানেশ্বর হয়ে ফের বেলপুকুর এলাকায় ফিরে।

শোভাযাত্রা চলাকালীন পথসভায় জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠণে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন ও সাধারণ মানুষের কাছে দোয়া চান।

এছাড়াও নুরুজ্জামান লিটন উন্নয়নমুখী রাজনীতি, স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায়ভিত্তিক প্রশাসন গঠনের অঙ্গীকার তুলে ধরেন এবং নির্বাচনে জনগণের সম্পৃক্ততার ওপর গুরুত্ব আরোপ করে সবাইকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহবান জানান ।

বর্ণাঢ্য এই শোভাযাত্রায় জেলা সেক্রেটারি গোলাম মুর্তজা, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিনহাজুল ইসলাম ও মাওলানা আহমদ উল্লাহ, পুঠিয়া উপজেলা আমির ও সেক্রেটারি যথাক্রমে মাওলানা মনজুর রহমান ও অধ্যাপক মনসুরুল হক মন্টু, দুর্গাপুর উপজেলা আমির ও সেক্রেটারি যথাক্রমে মাস্টার সাইফুল ইসলাম ও মাস্টার শামীম উদ্দিন। এছাড়া পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা আমির-সেক্রেটারি সহ দুর্গাপুর ও পুঠিয়া উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

হঠাৎ জামায়াতে ইসলামীর এমন বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা দুই উপজেলার জনসাধারণের মধ্যেও উল্লেখযোগ্য সাড়া ফেলে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।