নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ১১:৩৮। ১৬ আগস্ট, ২০২৫।

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

আগস্ট ১৬, ২০২৫ ৯:৩২
Link Copied!

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. প্রভাস কুমার কর্মকারের বিরুদ্ধে এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। গত ১৩ আগস্ট ভুক্তভোগী শিক্ষার্থীর মা বিভাগের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ জমা দেন।

অভিযোগে বলা হয়, গত ৪ আগস্ট মাস্টার্সের ওই শিক্ষার্থী ক্লাস এটেনডেন্স সংক্রান্ত বিষয়ে জানতে অধ্যাপক প্রভাস কুমার কর্মকারের চেম্বারে যান। এ সময় শিক্ষক তাকে প্রশ্ন সাজেশনের কথা বলে লিখতে দেন। পরে শিক্ষার্থী লিখতে থাকা অবস্থায় তিনি তার শরীরের বিভিন্ন স্থানে অশোভন স্পর্শ করেন এবং কুরুচিপূর্ণ প্রস্তাব দেন।

আরও পড়ুনঃ  ধানুশের সঙ্গে ‘প্রেম’ নিয়ে মুখ খুললেন ম্রুণাল ঠাকুর

ভুক্তভোগী শিক্ষার্থীর সহপাঠীরা জানান, ঘটনার পর থেকে তিনি মারাত্মক মানসিক আঘাতে ভুগছেন। নিয়মিত হাই পাওয়ারের ওষুধ সেবন করতে হচ্ছে এবং মাঝে মাঝে কাছের মানুষকেও চিনতে পারছেন না। তারা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রে স্টোরে বন্দুক হামলা, নিহত ৩

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও অভিযুক্ত শিক্ষক প্রভাস কুমার কর্মকারের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি এবং দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে উক্ত শিক্ষককে সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।