নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। সকাল ৬:২৫। ২৮ জানুয়ারি, ২০২৬।

রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব

জানুয়ারি ২৭, ২০২৬ ৮:২১
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব (নগর উন্নয়ন-৩ অধিশাখা) মোহাম্মদ কবির উদ্দীন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন তিনি।

আরও পড়ুনঃ  বোয়ালিয়া পূর্ব যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে প্রচার মিছিল

প্রথমে তিনি মহানগরীর ৫নং ওয়ার্ডের বাড়ি বাড়ি হতে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন। এরপর তিনি ভেরিপাড়া সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) এর কার্যক্রম এবং নগরীর সিটি হাট এলাকাস্থ মেডিকেল টিট্রমেন্ট প্ল্যান্ট ও ভাগার পরিদর্শন করেন ও কার্যক্রমসমূহ সম্পর্কে অবহিত হন তিনি।

আরও পড়ুনঃ  বিশ্বকাপ না খেললে যে আর্থিক ক্ষতি হবে বাংলাদেশ ও আইসিসির

পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, সচিব (চলতি দায়িত্ব) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, মনিটরিং কর্মকর্তা শাহরিয়ার রহমান জিতু সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি

উল্লেখ্য, মঙ্গলবার সকালে দুইদিনের সফরে রাজশাহীতে আসেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব (নগর উন্নয়ন-৩ অধিশাখা) মোহাম্মদ কবির উদ্দীন। বুধবার (২৮ জানুয়ারি) রাজশাহী সিটি কর্পোরেশনের ‘আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলেভারী প্রজেক্ট ২য় পর্যায়’ শীর্ষক প্রকল্পের প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করবেন তিনি।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।