নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ১১:০৪। ১৮ অক্টোবর, ২০২৫।

রুশ তেল নিয়ে ট্রাম্পের সঙ্গে মোদির কোনও ফোনালাপই হয়নি, দাবি ভারতের

অক্টোবর ১৭, ২০২৫ ৪:০৮
Link Copied!

অনলাইন ডেস্ক : ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমন আশ্বাসই দিয়েছেন বলে জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এমন বক্তব্য সম্পূর্ণ অস্বীকার করেছে ভারত।

নয়াদিল্লি বরং দাবি করেছে, ট্রাম্প ও মোদির মধ্যে এ বিষয়ে কোনও ফোনালাপই হয়নি। শুক্রবার (১৭ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সম্প্রতি টেলিফোনে কথা বলা এবং ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে বলে তাকে আশ্বস্ত করেছেন বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে ভারত বৃহস্পতিবার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে।

আরও পড়ুনঃ  ওয়ানডে ‘ক্রাইসিস’ কাটাতে ক্যারিবীয়দের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, মোদি ও ট্রাম্পের মধ্যে এ ধরনের কোনও ফোনালাপই হয়নি।

বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “জ্বালানি ইস্যুতে যুক্তরাষ্ট্রের মন্তব্য সম্পর্কে আমরা আগেই একটি বিবৃতি দিয়েছি। টেলিফোনে কথোপকথনের বিষয়ে বলতে পারি- প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে এ বিষয়ে কোনও আলোচনা হয়নি।”

এর আগে ডোনাল্ড ট্রাম্প মোদির আশ্বাসের বিষয়ে বলেন, “তিনি (ভারতের প্রধানমন্ত্রী) আমাকে আশ্বাস দিয়েছেন, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ হবে। এটি তাৎক্ষণিকভাবে করা সম্ভব নয়; কিছু প্রক্রিয়া রয়েছে। তবে শিগগিরই তা সম্পন্ন হবে।”

আরও পড়ুনঃ  রাজশাহীতে বায়া স্কুল অ্যান্ড কলেজের ৩৭ জনের সবাই ফেল, প্রশ্নের মুখে শিক্ষার মান

তার দাবি, ভারত যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে, তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করা “অনেক সহজ” হয়ে যাবে। ট্রাম্প বলেন, “খুব অল্প সময়ের মধ্যেই ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে। যুদ্ধ শেষ হলে তারা আবার স্বাভাবিক বাণিজ্যে ফিরবে।”

ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই পশ্চিমা বিভিন্ন শক্তি বিশেষ করে যুক্তরাষ্ট্র, বারবার রাশিয়ার কাছ থেকে ভারতের তেল কেনার সমালোচনা করেছে। এ বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট করে বলেছেন, ভারত কেবল নিজের নাগরিকদের জন্য সর্বোত্তম চুক্তি নিশ্চিত করার চেষ্টা করছে।

আরও পড়ুনঃ  রাকসু নির্বাচনে পরাজিত প্রার্থীদের মিলন মেলা

ট্রাম্পের বক্তব্যের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আবারও জানায়, দেশটির জ্বালানি আমদানির নীতি সম্পূর্ণভাবে দেশীয় ভোক্তার স্বার্থ ও জ্বালানি নিরাপত্তার ওপর নির্ভরশীল, কোনও বিদেশি রাজনৈতিক বিবেচনার ওপরে নয়।

বিবৃতিতে আরও বলা হয়, “ভারত তেল ও গ্যাসের বড় আমদানিকারক দেশ। অস্থির জ্বালানি বাজারে ভারতীয় ভোক্তার স্বার্থ রক্ষা করাই সবসময় আমাদের অগ্রাধিকার। আমাদের আমদানি নীতিও সেই লক্ষ্যেই পরিচালিত হয়।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।