নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। রাত ৮:০৩। ৯ মে, ২০২৫।

লিটনই হচ্ছেন আ.লীগের প্রার্থী

এপ্রিল ৯, ২০২৩ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে দলীয় প্রার্থী হতে আজ সোমবার দলের মনোনয়নপত্র তুলবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বর্তমান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বেলা ১১টায় ধানমন্ডিতে দলের সভানেত্রীর কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করবেন তিনি।

এর আগে রোববার দুপুরে গণভবনে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। পরে তিনি রাজশাহীর স্থানীয় নেতাদের জানান, প্রার্থী হতে দলের মনোনয়নপত্র তুলবেন তিনি। দলীয় প্রধান শেখ হাসিনা আবারও তাঁকেই মেয়র প্রার্থী হতে বলেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি খায়রুজ্জামান লিটন।

আওয়ামী লীগের এই নেতা ২০০৮ সালে প্রথমবার রাজশাহী সিটির মেয়র হন। ২০১৪ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের কাছে পরাজিত হন। তবে ২০১৮ সালে বুলবুলকেই হারিয়ে আবার মেয়র নির্বাচিত হন লিটন। এবার লিটন প্রার্থী না হলে দলীয় মনোনয়ন চাওয়ার কথা জানিয়েছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

রোববার বিকালে আসাদ বলেন, ‘মেয়র প্রার্থী হিসেবে সবচেয়ে যোগ্য হচ্ছেন খায়রুজ্জামান লিটন। দলীয় প্রধান তাঁকে প্রার্থী করার ইঙ্গিত দিয়ে দলের মনোনয়নপত্র তুলতে বলেছেন। আগামীকাল (সোমবার) তিনি মনোনয়নপত্র তুলবেন। খায়রুজ্জামান লিটন দলের মনোনয়নপত্র তুললে আমি কেন, অন্য কেউ আর মনোনয়নপত্র তোলার কথা না।’

এদিকে এই নির্বাচনে বিএনপি আসছে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলটির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ও রাসিকের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। তিনি বলেন, ‘এই সরকারের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তাই এই সরকারের অধীনে বিএনপি কোন নির্বাচনেই আসবে না। সিটি নির্বাচনেও আমরা অংশগ্রহণ করব না।’

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২১ জুন রাসিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।