নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ৯:২৭। ১৫ অক্টোবর, ২০২৫।

সংবাদ প্রকাশের জেরে দালাল ধরতে তৎপর পুলিশ : আটক ২

অক্টোবর ১৫, ২০২৫ ৬:৪৭
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর লক্ষীপুর মোড়ে রোগীর দালালদের উৎপাত নিয়ে দৈনিক গণধ্বনি প্রতিদিন পত্রিকা ও সময়ের কথা ২৪ ডট কম অনলাইন নিউজ পোর্টালে লক্ষীপুরে দালালদের লাগামহীন দৌরাত্ম্য, বক্সের পুলিশ নির্বাক শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের জেরে পুলিশের পক্ষ থেকে দালাল ধরতে অভিযানে নামেন রাজাপাড়া থানার লক্ষীপুর পুলিশ বক্সের ইনচার্জ এসআই করিম তালুকদার।

অভিযানের প্রথম দিন রাজশাহী মেডিকেল হাসপাতালে বহির্বিভাগ এলাকা থেকে দুইজন সক্রিয় দালাল চক্রের সদস্যকে আটক করে আদালতে চালান করা হয়। আটককৃত দালাল দুইজন হলেন নগরীর কাজিহাটা এলাকার মো: সাইদুল শেখ ও একই এলাকার মো: চান মিয়া।

আরও পড়ুনঃ  শান্তিতে নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদোর ‘কালো দিক’

বৃহস্পতিবার বেলা ১২ টায় তাদের আটক করে আদালতে চালান করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এবিষয়ে লক্ষীপুর পুলিশ বক্সের ইনচার্জ এসআই করিম তালুকদার বলেন, রোগীদের সাথে প্রতারণাসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকে এসব দালালরা, তাদের একটা বড় সিন্ডিকেট আছে আমরা প্রতিদিন এসব দালালদের অভিযান পরিচালনা করে তাদের আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। কোন রোগী যেন দালাল চক্রের হাতে নিঃস্ব না হয় সেদিকে লক্ষ রাখবো এবং রোগীদের যেকোন সমস্যা হলে বক্স থেকে সহযোগিতা করা হবে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু

এবিষয়ে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, লক্ষীপুর এলাকায় কোন দালালকে থাকাতে দেওয়া হবে না, প্রতিদিন অভিযান করে তাদের আটক করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লক্ষীপুর মোড়সহ হাসপাতালকে দালাল মুক্ত করবো।

আরও পড়ুনঃ  অধিকার সচেতন নাগরিকই ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মূল শক্তি

রোগীর দালাল আটকের বিষয় নিয়ে আরএমপির মুখপাত্র মো: গাজিউর রহমান, পিপিএম উপ-পুলিশ কমিশনার, সিটিটিসি (চলতি দায়িত্বে) ও এডিসি (মিডিয়া) জানান, “দালাল চক্রকে নির্মুল করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

দালাল আটকের অভিযানকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণ। স্থানীয়দের বক্তব্য দালালরা বিভিন্ন জায়গা থেকে চিকিৎসা নিতে আসা অসহায় রোগীদের সাথে প্রতারণা করে সঠিক চিকিৎসা নিতে বাধাগ্রস্ত করে। দালালদের পাশাপাশি দালালরা যেসকল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে রোগী নিয়ে যায় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।