নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ৪:৫৪। ২৫ আগস্ট, ২০২৫।

সন্ধ্যা-স্মরণ

আগস্ট ২৫, ২০২৫ ২:১৪
Link Copied!

কামাল বারি

সন্ধ্যা-স্মরণ— অনুরাগ…
বেসামাল রোদের মতো অতিকল্পনা…
চাঁদ নেই বাইরে—
আলো আর কাচের দৃশ্যমালা…

প্রবল ইচ্ছে-নদ গোধূলির আরক্তিম আকাশে
প্রতিশ্রুতির অলেখা পত্রাবলি মেঘাকার…
সাগর-স‌ঙ্গমে মহাজ‌ঙ্গম স্রোত বহমান…
না-ভাঙা-ব্রিড়া ভয়
সন্ধ্যার আঁধারের মতো
কালো কেশের আড়াল
বেপরোয়া চোখ…

আরও পড়ুনঃ  রাজশাহী পলিটেকনিক শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে বিক্ষোভ

সাগরিকা জড়োয়ায় প্রণয়ের সংলাপ…
রং জাগা ঠোঁট তার…
সন্ধ্যার স্মরণ বেলায় বিচিত্রিত…
বুনোঘ্রাণ ফুলের মতন মুখখানি
আলোকমালায় বর্ণিল— মিলে যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।