নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ৩:১৩। ১৪ মে, ২০২৫।

সবাইকে টপকে আবারও শীর্ষে সামান্থা

মে ৫, ২০২৩ ১০:৫৩ অপরাহ্ণ
Link Copied!

তাঁর শেষ ছবিটা মোটেও ভালো চলেনি। কিন্তু তাতে হয়েছেটা কী? দক্ষিণি নায়িকা সামান্থা রুথ প্রভুর জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। বরং তাঁর জনপ্রিয়তা ক্রমশ বেড়েই চলেছে। এবার আবারও এই অভিনেত্রীর জনপ্রিয়তার প্রমাণ পাওয়া গেল।
সামান্থা রুথ প্রভু দক্ষিণের অত্যন্ত জনপ্রিয় নায়িকা। কিন্তু এখন তাঁর জনপ্রিয়তা দক্ষিণের বেড়া টপকে সারা দেশে ছড়িয়ে পড়েছে। এমনকি জনপ্রিয়তার দৌড়ে দেশের সেরা তারকাদের পেছনে ফেলে দিয়েছেন তিনি। আর তা কতখানি সত্যি আইএমডিবির তালিকায় চোখ রাখলেই জানা যাবে। আইএমডিবির সমীক্ষা অনুযায়ী এবারও সবচেয়ে জনপ্রিয় ভারতীয় তারকা হলেন সামান্থা। শুধু তা–ই নয়, আরম্যাক্স মিডিয়া রেটিং এজেন্সির তালিকাতে টানা কয়েক বছর ধরে শীর্ষে আছেন এই দক্ষিণি রূপসী।

আরও পড়ুনঃ  ‘ওজনের জন্য কাজ না পেলে কিছু যায় আসে না’

আরম্যাক্সের নিরিখে ভারতীয় নায়িকাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলেন সামান্থা।
সম্প্রতি সামান্থাকে লন্ডনে আয়োজিত অ্যামাজন প্রাইম ভিডিওর স্পাই থ্রিলার ধর্মী ওয়েবসিরিজ ‘সিটাডেল’-এর প্রিমিয়ারে দেখা গিয়েছিল। এই আসরে কালো পোশাকে উষ্ণতা ছড়িয়ে ছিলেন তিনি। ‘সিটাডেল’-এর প্রিমিয়ারে তাঁর নানা ছবি নেট–জনতার হৃদয়ে জায়গা করে নিয়েছিল।

আরও পড়ুনঃ  সিদ্দিক আমার ছেলের ব্রেইনওয়াশ করে : মারিয়া

অ্যামাজন প্রাইম-এর অত্যন্ত জনপ্রিয় ওয়েবসিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান টু’র পর সামান্থার জনপ্রিয়তা সারা ভারতে ছড়িয়ে পড়েছিল।

এরপর ‘পুষ্পা’ ছবিতে তাঁর আইটেম নাম্বার হাজার হাজার তরুণের ঘুম হারাম করেছিল। ‘যশোদা’ ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়ে ছিলেন সামান্থা। তাঁকে শেষ পর্দায় দেখা গেছে প্যান ইন্ডিয়া ছবি ‘শকুন্তলম’-এ। এই ছবিতে তাঁর অভিনয় সমালোচকদের মনে ধরেছে। কিন্তু বক্স অফিসে ছবিটি ভালো আয় করতে পারেনি।

ছবিটির বাণিজ্যিক ব্যর্থতার কারণে প্রযোজকদের প্রায় ২২ কোটি রুপির মতো আর্থিক ক্ষতির মুখ দেখতে হয়েছে বলে শোনা যাচ্ছে। সামান্থা এখন ব্যস্ত ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণের শুটিংয়ে। এই সিরিজে তাঁর বিপরীতে আছেন বলিউড নায়ক বরুণ ধাওয়ান। সামান্থাকে সিরিজটিতে হাড় হিম করা অ্যাকশন করতে দেখা যাবে।

আরও পড়ুনঃ  বলিউডে অভিষেকের গুঞ্জন, যা বললেন শচীনকন্যা

এদিকে বলিপাড়ায় আর একটা ফিসফিস শোনা যাচ্ছে। সামান্থা নাকি এবার আনুশকা শর্মার ব্যানার ‘ক্লিন স্লেট ফিল্মজ’-এর সঙ্গে কাজ করতে চলেছেন। তাঁকে প্রযোজনা সংস্থাটির নারীপ্রধান একটি ওয়েব সিরিজ বা ছবিতে দেখা যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।