নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। সকাল ৯:৪৪। ১২ মে, ২০২৫।

সরকারকে আর সময় দেওয়া যাবে না: সেলিমা রহমান

মে ১৯, ২০২৩ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য বিভিন্ন স্থানে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারে। বোমা মেরে মানুষ হত্যা করে। আর দায় চাপায় বিএনপির ওপর। এই সরকারকে আর সময় দেয়া যাবে না। সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে। এ জন্য আন্দোলন করতে হবে। নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।’

শুক্রবার বিকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুরহাট উচ্চ বিদ্যালয় মাঠে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশে সেলিমা রহমান আরও বলেন, আওয়ামী লীগ সরকারের পায়ের তলায় মাটি নাই। তারা দেশে মেগা প্রকল্পের নামে নেতারা কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে। সেখানে তারা বেগমপাড়া গড়ে তুলেছে। আর বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের ছেলেদের হাতে দা কুড়াল ও অস্ত্র তুলে দিয়েছে। তারা সেখানে এখন টর্চারসেল গড়ে তুলেছে।’

তিনি বলেন, ‘পুলিশ-প্রশাসন এখন দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। যার কারণে বিএনপির কোথাও কোনো দলীয় কর্মসূচি করতে দেয়া হয় না। সময় খুব বেশি নেই। এই সরকার পদত্যাগ করবে, তত্ত্বাবধায়ক সরকারও গঠন করবে। এসব করতে সরকার বাধ্য হবে। তারপরই নির্বাচন হবে।

বিএনপির ১০ দফা আদায়ে আয়োজিত এ সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি অতিথি ছিলেন- বিএনপির রাজশাহী বিভাগের সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, মহানগর বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি নাদিম মোস্তফা, স্থায়ী কমিটির সদস্য আবু বাক্কার সিদ্দিক প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।