
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর একটি শোরুম থেকে ৩৪টি ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাত দুই চোর তালাগুলো ভেঙ্গে ল্যাপটপ নিয়ে যায়। ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরায় ধরা পড়েছে এ চিত্র। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৭টার মধ্যে নগরীর কাদিরগঞ্জ দড়িখড়বোনা মোড়ে তিনতলা একটি ভবনের দ্বিতীয় তলায় এই চুরির ঘটনা ঘটে। এই শোরুমটি রাজশাহীর নগর ভবন সংলগ্ন এবং প্রধান সড়কের পাশেই। এমন একটি স্থানে সাতসকালে দুর্ধর্ষ চুরির ঘটনায় শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই শোরুমের মালিকের নাম আল ইয়াসিন শিমুল। নগরীর কাজলা এলাকার বাসিন্দা তিনি। ৩৪টি ল্যাপটপ চুরি হওয়ায় তাঁর অন্তত ৮ লাখ ৬৮ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ নিয়ে তিনি মামলা করেছেন। আল ইয়াসিন শিমুল জানান, দোতলায় উঠতে গেলে প্রথমেই নিচতলায় একটি তালা খুলতে হয়। বৃহস্পতিবার সকালে তাঁর ভাতিজা দোকানে ওঠার...
Developed by BDITHOST