নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ৩:০৯। ২৪ অক্টোবর, ২০২৫।

সাপে কাটা রোগীদের জন্য দেশে প্রথম বিশেষায়িত ওয়ার্ড চালু

অক্টোবর ২৩, ২০২৫ ১০:২২
Link Copied!

স্টাফ রিপোর্টার : দেশে প্রথমবারের মতো সাপে কাটা রোগীদের জন্য বিশেষায়িত একটি ওয়ার্ড চালু করা হয়েছে। সাপে কাটায় মৃত্যুর হার কমানো ও দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল এই উদ্যোগ নিয়েছে।

হাসপাতালের পুরোনো ক্যানটিনের জায়গায় আটজন পুরুষ ও চারজন নারী রোগীর জন্য মোট ১২ শয্যার হাই ডিপেনডেন্সি ইউনিট (এইচডিইউ) মানের এই বিশেষ ওয়ার্ডটি তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ওয়ার্ডটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। এখানে সাপে কাটা রোগীদের পাশাপাশি শ্বাসকষ্ট, হৃদযন্ত্রের ব্যর্থতা ও অন্যান্য জটিলতারও চিকিৎসা দেওয়া হবে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১ হাজার ২০৫ জন সাপে কাটা রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ২৬০ জন বিষধর সাপের কামড়ে আক্রান্ত ছিলেন। বাকিরা নির্বিষ সাপের কামড়ে এসেছিলেন। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৩০ জন মারা গেছেন। তাদের মধ্যে ১০ জন রাসেলস ভাইপারের কামড়ে। বাকিরা কালাচ, কেউটে ও গোখরার কামড়ে প্রাণ হারান।

ওয়ার্ডের ফোকাল পারসন ডা. আবু শাহীন মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, নতুন বিশেষায়িত এই ওয়ার্ডে সমন্বিত চিকিৎসা (ইন্টিগ্রেটেড ট্রিটমেন্ট) দেওয়া যাবে। এখানে সার্বক্ষণিক চিকিৎসক ও নার্স থাকবেন, পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত থাকবে- ফলে মৃত্যুহার আরও কমবে। সাপে কাটা রোগীদের প্রতিটি অ্যান্টিভেনম ডোজের মূল্য প্রায় ১৩ হাজার টাকা। এক ডোজে ১০ ভায়াল অ্যান্টিভেনম লাগে। আবার অনেক রোগীর ক্ষেত্রে একাধিক ডোজও প্রয়োজন হয়। তবে রোগীরা এসব ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। রোগী ওয়ার্ডে আসার সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হবে, এক মুহূর্তও দেরি করা হবে না।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ বলেন, সাধারণত সাপে কাটা রোগীরা দেরিতে হাসপাতালে আসেন। আগে বড় ওয়ার্ডের এক কোণায় তাদের চিকিৎসা দেওয়া হতো। এখন আলাদা ওয়ার্ড চালু হওয়ায় তা আর হবে না। এটি সম্পূর্ণ মেডিকেল ইমার্জেন্সি ইউনিট- এইচডিইউ সুবিধাসহ ২৪ ঘণ্টা চিকিৎসক ও নার্সদের উপস্থিতিতে পরিচালিত হবে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।