নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ৯:৪০। ১১ নভেম্বর, ২০২৫।

সিলেটে ৩০০ রান খুব বেশি না : হাসান মাহমুদ

নভেম্বর ১১, ২০২৫ ৮:০৫
Link Copied!

অনলাইন ডেস্ক : দিনের প্রথম ওভারেই উইকেট নিয়ে দারুণ শুরুর আভাস দিয়েছিল বাংলাদেশ। এমন শুরুর পর প্রথম সেশনে আর কোনো উইকেট তুলতে পারেনি টাইগাররা। পল স্টার্লিং ও ক্যাড কারমাইকেলের জোড়া ফিফটিতে বড় রানের ভিত পায় আইরিশরা। তবে শেষ বিকেলে দারুণ বোলিং করেছেন স্পিনাররা। হাসান মুরাদ-মেহেদি মিরাজের দুর্দান্ত বোলিংয়ে স্বস্তি নিয়ে দিন শেষ করেছে স্বাগতিকরা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হাসান মাহমুদ বলেন, ‘নাহিদের সাথে বোলিং করে আমি খুবই আনন্দ পাই। সে অনেক দ্রুত বোলিং করে, আমিও একটু ইন্সপায়ার্ড হই ওর থেকে। আর আমি চেষ্টা করি যে জুটি বেঁধে বোলিং করার। সে যখন বোলিং করে তাকে আইডিয়া দেয়া বা তার কাছ থেকে আইডিয়া নেয়া যে কি কন্ডিশন এখন উইকেটের পরিস্থিতি কেমন, কোন জায়গায় বোলিং করাটা সবচেয়ে ভালো, কোন লেংথটা পিক করতে হবে।’

দ্বিতীয় দিনের সকালেই বাকি ২ উইকেট তুলে নিতে চান হাসান, ‘আমরা খুবই মানে ভালো একটা পজিশনে আছি এখন। কালকে শুধু সকালবেলা তাড়াতাড়ি ওদের উইকেট নিতে হবে। ওদের ব্যাটিং অর্ডার হিসেবে রান খুব বেশি না। আশা করি আমরা এটা চেজ করে আবার ভালো একটা কামব্যাক করব।’

‘উইকেটটা খুবই ভালো ব্যাটিংয়ের জন্য। আর যদি আমরা বোলিংয়ের কথা বলি, আমরা অনেক ডিসিপ্লিনড বোলিং করেছি। ইকোনমি মানে বোলিং রান রেট এখনও তিনের নিচে আছে। আমার মনে হয় খুব ভালো আজকের দিনটা আমরা শেষ করেছি।’-যোগ করেন তিনি।

এমন উইকেটে ৩০০ রান খুব বেশি না বলে মনে করেন হাসান, ‘এই উইকেটে আমাদের ধারাবাহিকতা যেন আরেকটু বেশি থাকে বিশেষ করে ফ্ল্যাট উইকেটগুলোতে। সেই দিকে ফোকাস থাকে যাতে ভালো জায়গায় বল করি সবসময়। দলের জন্য অবদান রাখতে পারি। যাতে যতটুকু ইকোনমিক্যাল বোলিং করা যায়, এটাই আমাদের মেইন ফোকাস থাকে যদি এরকম পিচ থাকে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।