নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ৯:১৬। ১৬ অক্টোবর, ২০২৫।

সোবহানার ফিফটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

অক্টোবর ১৬, ২০২৫ ৭:৪৩
Link Copied!

অনলাইন ডেস্ক : চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে এই প্রথম প্রতিপক্ষকে অলআউট করতে ব্যর্থ অস্ট্রেলিয়া। পাঁচ ক্যাচ মিস ও বাজে ফিল্ডিংয়ের পরও অবশ্য নিজেদের ব্যাটিং ব্যর্থতায় বড় পুঁজি গড়তে পারেনি বাংলাদেশ।

টস জিতে দারুণ শুরুর পর খেই হারিয়ে ফেলে লাল-সবুজের দল। শেষ দিকে একা লড়াই করে গেলেন সোবহানা মোস্তারি। তার অপরাজিত ৮০ বলে ৬৬ রানের ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেট হারিয়ে ১৯৮ রানের পুঁজি পেয়েছে টাইগ্রেসরা। অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে ওয়ানডেতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড।

আরও পড়ুনঃ  প্রার্থী হয়ে ‘জীবনের প্রথম ভোট’: অনুভুতি জানালেন এজিএস প্রার্থী এষা

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেও এরপর টানা তিন ম্যাচে হেরেছে বাংলাদেশ। অবশ্য দুই ম্যাচে সম্ভাবনা জাগিয়েও জিততে পারেনি টাইগ্রেসরা। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই টাইগ্রেসদের সামনে। সমীকরণটা এমন, সেমিফাইনালে খেলতে হলে অবশিষ্ট তিন ম্যাচেই জিততে হবে বাংলাদেশকে।

ভারতের ভিশাখাপত্নমে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নেন টাইগ্রেস কাপ্তান নিগার সুলতানা জ্যোতি। দুই ওপেনার শুরুটা ভালো করলেও ছন্দপতন হয় দ্রুতই। দলীয় ৩২ রানের মাথায় ভাঙে বাংলাদেশের ওপেনিং জুটি। ২৪ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন ফারজানা।

আরও পড়ুনঃ  রাশমিকার বাগদানের আংটিতে নজর পড়ল নেটিজেনদের!

দ্বিতীয় উইকেটে ঝিলিক ও শারমিন আক্তার মিলে আবারও জুটি গড়ার চেষ্টা চালান। তারা যোগ করেন আরও ৪১ রান। দারুণ ফর্মে থাকা ঝিলিক ৫৯ বলে ৪৪ রানের ইনিংস খেলে আউট হয়েছেন। এরপরই মূলত ধস নামে টাইগ্রেস ব্যাটিংয়ে। আসরজুড়ে ব্যর্থ কাপ্তান জ্যোতি আজও ইনিংস বড় করতে পারেননি।

দেড়শোর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল বাংলাদেশ। দলকে খাদের কিনারা থেকে টেনে তোলেন সোবহানা মোস্তারি। এদিন ৮০ বলে ৬৬ রানের কার্যকরী ইনিংস খেলে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের কোনো ব্যাটারের এটিই প্রথম ফিফটি। অন্য প্রান্তে কেউই তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি।

আরও পড়ুনঃ  রাকসু নির্বাচনের ভোট গণনা সরাসরি দেখানো হবে : উপাচার্য

ফিল্ডিংয়ে কিছুটা ছন্নছাড়া ছিল বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। অন্তত ৫টি ক্যাচ হাতছাড়া করেছেন ফিল্ডাররা। ক্যাচ মিসের মহড়ার ম্যাচেও বোলারদের কল্যানে প্রতিপক্ষকে দুইশোর নিচেই আটকে রাখা গেছে। অস্ট্রেলিয়ার হয়ে অ্যাশলে গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, আলাদা কিং ও জর্জিয়া ওয়ারহ্যাম দুটি করে উইকেট নেন। একটি উইকেট পেয়েছেন ম্যাগান স্কট।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।