নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ২:৪৪। ১৪ মে, ২০২৫।

সৌদি সফরের জন্য ক্ষমা চেয়ে যা বললেন মেসি

মে ৫, ২০২৩ ১০:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ফুটবলে বিশ্বে ঝড়ই বয়ে যাচ্ছে লিওনেল মেসির সৌদি আরব সফর নিয়ে। মেসির মতো খেলোয়াড় ক্লাবের শৃঙ্খলা ভেঙে নিষিদ্ধ হয়েছেন, এটা অনেকের কাছেই ছিল অভাবনীয়ই। অনুমতি ছাড়া দলের অনুশীলন বাদ দিয়ে সৌদি আরব সফরে যাওয়ায় পিএসজি দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছে মেসিকে। প্যারিসের ক্লাবটির সমর্থকেরা বিক্ষোভ করেছে তাঁর বিরুদ্ধে। কেউ কেউ তাঁর এমন আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন।

সব মিলিয়ে এখানেই মেসি-পিএসজি সম্পর্কের শেষ দেখছেন অনেকে। এমনও শোনা যাচ্ছে, পিএসজি তাঁর সঙ্গে চুক্তি নবায়নের ইচ্ছা থেকেও সরে আসছে। ফুটবল বিশ্বের অনেকেই ধরে নিচ্ছেন, মেসির সম্ভাব্য গন্তব্য সৌদি আরবের ক্লাব আল-হিলাল।

আরও পড়ুনঃ  জরিমানার ভয়ে মাঠে নেমে পাকিস্তানের কাছে পাত্তাই পেল না ভারত

ফুটবলে বিশ্বে ঝড়ই বয়ে যাচ্ছে লিওনেল মেসির সৌদি আরব সফর নিয়ে। মেসির মতো খেলোয়াড় ক্লাবের শৃঙ্খলা ভেঙে নিষিদ্ধ হয়েছেন, এটা অনেকের কাছেই ছিল অভাবনীয়ই। অনুমতি ছাড়া দলের অনুশীলন বাদ দিয়ে সৌদি আরব সফরে যাওয়ায় পিএসজি দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছে মেসিকে। প্যারিসের ক্লাবটির সমর্থকেরা বিক্ষোভ করেছে তাঁর বিরুদ্ধে। কেউ কেউ তাঁর এমন আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন।

সব মিলিয়ে এখানেই মেসি-পিএসজি সম্পর্কের শেষ দেখছেন অনেকে। এমনও শোনা যাচ্ছে, পিএসজি তাঁর সঙ্গে চুক্তি নবায়নের ইচ্ছা থেকেও সরে আসছে। ফুটবল বিশ্বের অনেকেই ধরে নিচ্ছেন, মেসির সম্ভাব্য গন্তব্য সৌদি আরবের ক্লাব আল-হিলাল।

আরও পড়ুনঃ  ব্রাজিলের কোচ হওয়ার গুঞ্জন স্কালোনির, প্রতিক্রিয়ায় যা বললেন

সেই বার্তায় আরেকবার ধরা পড়ল মেসির চিরায়ত সেই বিনয়ী রূপ। সবকিছুর জন্য নিজের ক্লাব পিএসজি আর সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

মেসি সৌদি আরবের পর্যটন দূত। অনুমতি না নিয়ে পর্যটন দূত হিসেবে সৌদিতে সফর করায় দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ হয়েছেন মেসি। মেসি কি জানতেন না, এই কাজটা করলে তাঁকে শাস্তি পেতে হবে?

আরও পড়ুনঃ  শ্রীলঙ্কায় সিরিজ জিতে দেশে ফিরলেন তামিম-জাওয়াদরা

এরপরও কেন গেলেন আর্জেন্টাইন অধিনায়ক। ইনস্টাগ্রামের স্টোরিতে এক ভিডিও পোস্ট করে মেসি বলেছেন, ‘যা ঘটছে, তা শেষ হওয়ার পর আমি এই ভিডিওটা তৈরি করতে চেয়েছি। প্রথমত, আমি আমার ক্লাব ও সতীর্থদের কাছে ক্ষমা চাইছি। আমি ভেবেছিলাম, ম্যাচের পরে সব সময়ের মতো দলে ছুটি থাকবে। এই সফরটা আগে থেকেই ঠিক করা ছিল ,এটা আমি বাতিল করতে পারিনি। আগেও আমি এই সফরটা বাতিল করেছি।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।