অনলাইন ডেস্ক : নভেম্বরে একমাত্র প্রীতি ম্যাচে আফ্রিকান সফরে যাচ্ছে আর্জেন্টিনা। যার জন্য ঘোষিত স্কোয়াড থেকে প্রথমে ছিটকে পড়েন তারকা মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। এবার একসঙ্গে ছিটকে গেলেন আরও তিনজন। এর মধ্যে আছেন অভিজ্ঞ তারকা হুলিয়ান আলভারেজ, নাহুয়েল মোলিনা ও জিউলিয়ানো সিমিওনে। স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদের এই তিন ফুটবলার বাধ্যতামূলক ইয়েলো ফেভার ভ্যাক্সিন নেননি।
আগামী ১৪ নভেম্বর আফ্রিকান দেশ অ্যাঙ্গোলার সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। দেশটিতে প্রবেশে ওই ভ্যাক্সিন বা প্রতিষেধক গ্রহণ করতে হবে লিওনেল স্কালোনির স্কোয়াডে থাকা প্রত্যেক ফুটবলারকে। অন্যথায় তারা অ্যাঙ্গোলায় প্রবেশের অনুমতি পাবেন না। নির্ধারিত সময়ে দলে যোগ দিয়ে ইয়েলো ফেভারের প্রতিষেধক নিতে ব্যর্থ হয়েছেন আলভারেজ, মোলিনা ও সিমিওনে। সে কারণে তাদের স্কোয়াডের বাইরে রাখার কথা জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।
এএফএ’র বিবৃতিতে বলা হয়েছে, ‘ইয়েলো ফেভার ভ্যাক্সিনের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি এসব ফুটবলার। যা অ্যাঙ্গোলায় প্রবেশে অপরিহার্য।’ সাম্প্রতিক সময়ে আফ্রিকার কিছু অংশ এবং দক্ষিণ আমেরিকায় মশাবাহিত জীবাণু থেকে ইয়েলো ফেভার ছড়িয়ে পড়েছে। সে কারণে এসব অঞ্চলে প্রবেশে সবার প্রতিষেধক বাধ্যতামূলক করা হয়েছে।
আসন্ন ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে আর্জেন্টিনার স্থানীয় ক্লাবগুলোয় খেলা ফুটবলারদের ডাকা হয়নি। তুলনামূলক কম গুরুত্বপূর্ণ এই প্রীতি ম্যাচের জন্য এসব ক্লাব যেন ক্ষতির মুখে না পড়ে সেটাই চিন্তা ফেডারেশন এএফএ’র সভাপতি ক্লদিও তাপিয়ার। স্থানীয় ফুটবলারকে এবারের প্রীতি ম্যাচের জন্য না ডাকার সিদ্ধান্তে সম্মতি ছিল কোচ স্কালোনিরও। ফলে গত উইন্ডোতে খেলা স্কোয়াডের লিয়েন্দ্রো পারেদেস (বোকা জুনিয়র্স), গঞ্জালো মন্টিয়েল ও লাউতারো রিভেরো (রিভার প্লেট) এবং মার্কাস আকুনা এই দলে নেই।
কার্ডজনিত কারণে গত মাসের দুটি প্রীতি ম্যাচে আর্জেন্টিনার স্কোয়াডে জায়গা পাননি চেলসির মিডফিল্ডার এনজো। নভেম্বরে বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচের দলে তিনি ফিরেছিলেন। কিন্তু স্কোয়াড ঘোষণার পরদিনই চোটের কারণে ছিটকে গেছেন এনজো। আর্জেন্টাইন এই অ্যাটাকিং মিডফিল্ডার জানিয়েছেন, ‘চার মাস আগে আমি ডান পায়ের হাঁটুতে চোট পেয়েছিলাম, সাম্প্রতিক সময়ে সেটি আরও বেড়েছে মনে হচ্ছে। আবারও হাঁটুতে ব্যথা অনুভূত হওয়ায় আমি মেডিক্যাল দলের সঙ্গে কথা বলেছি। সেখানে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’
এই তারকা মিডফিল্ডারের পরিবর্তে প্রথমবারের মতো জাতীয় দলে ডাকা হয়েছে কেভিন ম্যাক অ্যালিস্টারকে। তিনি লিভারপুল তারকা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের বড় ভাই। এ ছাড়া আর্জেন্টিনার স্কোয়াডে ডাকা হয়েছে ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ এবং উইঙ্গার এমিলিয়ানো বুয়েন্দিয়াকে। স্কালোনি এবার প্রথমবারের মতো আলবিসেলেস্তে জাতীয় দলে ডাক পেয়েছেন জোয়াকিন পানিচেল্লি, জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি এবং ম্যাক্সিমো পেরোনে।

