নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ১০:৫১। ১৬ অক্টোবর, ২০২৫।

হানিফ সংকেতের ইত্যাদি এবার কুড়িগ্রামে

অক্টোবর ১৬, ২০২৫ ৭:৫৫
Link Copied!

অনলাইন ডেস্ক : জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-র নতুন পর্ব ধারণ করা হয়েছে সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের উলিপুরে। অনুষ্ঠানটির এবারের আয়োজন সাজানো হয়েছে উত্তরাঞ্চলের কৃষ্টি, ঐতিহ্যসহ তথ্যসমৃদ্ধ নানা বিষয় নিয়ে। হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় নির্মিত এই পর্বটি আগামী ৩১ অক্টোবর রাত ৮টায় প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)।

ফাগুন অডিও ভিশন অনুষ্ঠানটি নির্মাণ করেছে। এবারের পর্বে থাকছে দুটি বিশেষ গান। অনুষ্ঠানের শুরুতেই কুড়িগ্রাম জেলার কৃষ্টি ও ইতিহাস নিয়ে মনিরুজ্জামান পলাশের কথায় একটি পরিচিতিমূলক গান পরিবেশিত হবে।

আরও পড়ুনঃ  গাজায় জিম্মি মুক্তির প্রক্রিয়া শুরু: প্রথম ধাপে মুক্তি পেলেন ৭ জন

গানটিতে কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা। এর সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীতায়োজন করেছেন মেহেদী। এই গানের সঙ্গে স্থানীয় প্রায় অর্ধশত নৃত্যশিল্পী কোরিওগ্রাফার এস কে জাহিদের নির্দেশনায় দৃষ্টিনন্দন নৃত্য পরিবেশন করেছেন।

এছাড়াও, চিলমারীর ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীন আহমদের গাওয়া বিখ্যাত গান ‘ও কি গাড়িয়াল ভাই’ পরিবেশন করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা আক্তার ও উত্তরাঞ্চলের ভাওয়াইয়া শিল্পী পূর্ণচদ্র রায়। সংগৃহীত কথায় গানটির মূল সুর আব্বাসউদ্দীন আহমদের, তবে ‘ইত্যাদি’-এর জন্য নতুন করে সংগীতায়োজন করেছেন মেহেদী।

আরও পড়ুনঃ  স্বর্ণার দ্রুততম ফিফটিতে বড় সংগ্রহ বাংলাদেশের

বরাবরের মতোই এবারের ‘ইত্যাদি’-তেও থাকছে একাধিক তথ্যসমৃদ্ধ প্রতিবেদন। কুড়িগ্রাম জেলার ইতিহাস, ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে এসব প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।এতে থাকছে মহারাণী স্বর্ণময়ী, মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, বীর প্রতীক তারামন বিবি এবং মুক্তিযুদ্ধে কুড়িগ্রামের ভূমিকা নিয়ে বিশেষ প্রতিবেদন।

আরও পড়ুনঃ  রাকসু নির্বাচনে প্রচারণা শেষ, অপেক্ষা ভোটগ্রহণের

এছাড়া, চিলমারী নদীবন্দরসহ বিভিন্ন বিষয়ের ওপর তথ্যসমৃদ্ধ আলোকপাত করা হবে। ভাওয়াইয়া সংগীতচর্চা এবং নতুন প্রজন্মকে এই শিল্পে প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে অবদান রাখা প্রখ্যাত শিল্পী ভূপতি ভূষণ বর্মাকে নিয়েও থাকছে একটি বিশেষ প্রতিবেদন।

নিয়মিত পর্ব হিসেবে অনুষ্ঠানে চিঠিপত্র পর্ব ছাড়াও তুলে ধরা হবে সামাজিক নানা অসংগতি ও সমসাময়িক প্রসঙ্গনির্ভর নাট্যাংশ। অনুষ্ঠানটি প্রচার হবে ৩১ অক্টোবর রাত ৮টার বাংলা সংবাদের পর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।