নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ২:৪৮। ১৪ মে, ২০২৫।

৪৬ কোটি টাকায় একসঙ্গে সালমান-শাহরুখ

মে ৬, ২০২৩ ১১:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

‘পাঠান’ এর পর ‘টাইগার ৩’ তে অ্যাকশন দৃশ্যে দেখা যাবে বলিউডের সবচেয়ে বড় দুই তারকাকে। ‘টাইগার ৩’ সিনেমার শুটিং শেষ হয়ে গেলেও এখনো সালমান-শাহরুখের এই দৃশ্য ধারণ করা হয়নি। গত মাসে শুটিং হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে গেছে। চলতি মাসের ৮ তারিখ শুটিংয়ে একসঙ্গে দেখা যাবে এই দুই তারকাকে।

আপনি কি জানেন, সালমান-শাহরুখের এই দৃশ্য ধারণ করতে কত টাকা খরচ করতে হচ্ছে নির্মাতাদের?

আরও পড়ুনঃ  সিদ্দিক আমার ছেলের ব্রেইনওয়াশ করে : মারিয়া

দুই খানকে একসঙ্গে উপস্থাপনের জন্য ৩৫ কোটি রুপি খরচ করছেন নির্মাতারা, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৬ কোটি টাকা। এই দৃশ্য ধারণ করার জন্য দীর্ঘ ৪৫ দিন ধরে মুম্বাইয়ে নির্মাণ করা হয়েছে বিশাল এক সেট। খবর পিংক ভিলার

অনেক দিন ধরে বলিউডে চলছিল মন্দা। এরপরই শাহরুখ নিয়ে এলেন ‘পাঠান’। সিনেমায় অতিথি চরিত্রে এসেছিলেন সালমান খান।

আরও পড়ুনঃ  ‘খারাপ সময়, আবেগ সবটাই অভিজ্ঞতা’

মন্দার বাজারে হাজার কোটির বেশি আয় করে সিনেমাটি শাহরুখের সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় শীর্ষে পৌঁছে গেছে। এবার শাহরুখের পালা। সালমানের ‘টাইগার ৩’ তে শাহরুখ অতিথি হিসেবে এসে এই সিনেমা কোথায় নিয়ে যায়, তা দেখার পালা।

টাইগার সিরিজের আগের দুই সিনেমা ‘এক থা টাইগার’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো নতুন সিনেমাটিতেও সালমানের বিপরীতে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ। এটি পরিচালনা করছেন মণীশ শর্মা।

আরও পড়ুনঃ  পাঁজরের যন্ত্রণাটা সাংঘাতিক ছিল : দীপিকা

এই সিনেমায় নতুন যোগ হয়েছে ইমরান হাশমি। নির্মাতারা আশা করছেন ১০ থেকে ১২ দিনের মধ্যে দুই খানের দৃশ্য ধারণের কাজ শেষ হবে। এ ছাড়া সব দৃশ্য ধারণের কাজ শেষ। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের দিওয়ালিতে মুক্তি পাবে সিনেমাটি।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।